নেটদুনিয়ায় প্রকাশ্যে এসেছে নতুন অপরাধভিত্তিক ধারাবাহিক তাসকারি দ্য স্মাগলারের ওয়েবের ট্রেলার। এতে ইমরান হাশমিকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন মেজাজে। কঠোর, সংযত এবং আপসহীন এক সরকারি শুল্ক কর্মকর্তার চরিত্রে তিনি মুখোমুখি হচ্ছেন আন্তর্জাতিক পাচারচক্রের। ধারাবাহিকটি আগামী ১৪ জানুয়ারি ২০২৬ মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সে, আর ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা স্পষ্ট।
ট্রেলারে ধীরে ধীরে উন্মোচিত হয় একটি বিস্তৃত পাচার নেটওয়ার্কের চিত্র। আল দেরা, আদ্দিস আবাবা, মিলান ও ব্যাংকক জুড়ে ছড়িয়ে থাকা এই চক্র ভুয়া নথিপত্র, কৌশলী বিভ্রান্তি আর কঠোর গোপনীয়তার ওপর ভর করে দীর্ঘদিন ধরে টিকে আছে। কিন্তু সেই ভারসাম্যে ফাটল ধরে, যখন মাঠে নামে শুল্ক বিভাগের বিশেষ টাস্কফোর্স।
এই সংঘর্ষের কেন্দ্রে রয়েছেন পাচারচক্রের মাথা বড় চৌধুরী। তার সঙ্গে শুরু হয় ইমরান হাশমির চরিত্রের বুদ্ধির লড়াই। অনুসন্ধান, জেরা, মুখোমুখি সংঘাত আর আন্তর্জাতিক ষড়যন্ত্রে ভর করে গল্প ক্রমশ এগিয়ে যায় টানটান উত্তেজনার দিকে। বাস্তবধর্মী পরিবেশনা আর সংযত অভিনয়ে ইমরান হাশমিকে এখানে দেখা যাবে সাম্প্রতিক সময়ের অন্যতম গভীর ও শক্তিশালী চরিত্রে।
বাস্তবতার ছোঁয়া, আন্তর্জাতিক পরিসর ও প্রক্রিয়াভিত্তিক তদন্তের সূক্ষ্মতা মিলিয়ে তাসকারি দ্য স্মাগলারের ওয়েব ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। গুরুগম্ভীর ও চাপপূর্ণ গল্প বলার ধারা যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য এই ধারাবাহিকটি হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।
টিজে/টিএ