বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ভালোই হয়েছিল : মঈন

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী বাংলাদেশের বিপক্ষে তাদের অতীত ম্যাচের স্মৃতিচারণ করেছেন। বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপ এবং ২০১৭ সালের টেস্ট সিরিজ নিয়ে তার মন্তব্য ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মঈন আলী অকপটে স্বীকার করেছেন যে, ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে তাদের হারটি এক অর্থে ইংল্যান্ড ক্রিকেটের জন্য ভালোই হয়েছিল, যা পরবর্তীতে তাদের ২০১৯ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে ২০১৫ সালে বাংলাদেশের কাছে ইংল্যান্ডের সেই পরাজয় যেন মঈনদের জন্য শাপেবর হয়েছে!

শনিবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মঈন আলী ২০১৫ বিশ্বকাপের স্মৃতিচারণ করে বলেন, "হ্যাঁ, একজন খেলোয়াড় হিসেবে এটা সম্ভবত সবচেয়ে খারাপ অনুভূতিগুলোর একটা ছিল। বাংলাদেশ আমাদের হারিয়েছে বলে না। বাংলাদেশ ভালো খেলোয়াড় ছিল, ভালো দল ছিল। কিন্তু আমরা যেভাবে খেলছিলাম, সেটার কারণে।"

তিনি আরও যোগ করেন, "এক অর্থে ভালোই হয়েছিল যে আমরা ওই ম্যাচটা হেরেছিলাম, কারণ পুরো মানসিকতা বদলে গিয়েছিল, পুরো কোচিং স্টাফ বদলে গিয়েছিল, সবকিছুই পরিবর্তন হয়েছিল এবং সেটা আমাদের একেবারে ভিন্ন একটা পথে নিয়ে গিয়েছিল, যার একটা বড় কারণেই আমরা ২০১৯ বিশ্বকাপ জিততে পেরেছি।"

মঈনের মন্তব্য থেকে স্পষ্ট যে, সেই হার ইংল্যান্ড ক্রিকেটকে আত্মবিশ্লেষণ এবং পরিবর্তনের পথে চালিত করেছিল, যা তাদের সীমিত ওভারের ক্রিকেটে এক নতুন পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে।

বাংলাদেশের ইংল্যান্ড সফরে টেস্ট খেলার সুযোগ পাওয়া উচিত কিনা, এমন প্রশ্নে মঈন আলী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ১৫ বছর আগে সর্বশেষ ইংল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সিরিজ ও টেস্ট খেলেছিল বাংলাদেশ।

তিনি বলেন, "হ্যাঁ, অবশ্যই (বাংলাদেশের ইংল্যান্ড সফরে টেস্ট খেলার সুযোগ পাওয়া উচিত)। ২০১০ অনেক আগের কথা। অগ্রগতি হয়েছে কি না, সেটা দেখা ভালো লাগবে। তবে বাংলাদেশ একটি কঠিন দল। আমার মনে হয়, তারা যদি সুযোগ পায়, তাহলে সেটা তাদের জন্য ভালো হবে।"

২০১৭ সালের বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেইবার প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছিল টাইগাররা। বেন স্টোকসকে আউট করে স্যালুট জানিয়ে উইকেট উদযাপন করেছিলেন সাকিব আল হাসান। সেই দলে ছিলেন মঈন আলীও।

টেস্ট সিরিজে সাকিব আল হাসানের বেন স্টোকসকে স্যালুট জানানোর ঘটনা প্রসঙ্গে মঈন আলী বলেন, "আমি সেটা মনে করতে পারছি না, কিন্তু… সিরিজটা কি ১-১ ছিল নাকি ২-১? ১-১- ছিল। হ্যাঁ, তাহলে বাংলাদেশ আমাদের হারায়নি, সিরিজটা ১-১ হয়েছিল। স্যালুটের ঘটনাটা সত্যি বলতে আমার মনে নেই। তবে সিরিজটা ভালো ছিল, বেশ ভালো সিরিজ ছিল। ওটা কি মিরাজের প্রথম মানে তার অভিষেক সিরিজ ছিল, তাই না?"

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট হারার পর ইংল্যান্ড দলে আসে ব্যাপক পরিবর্তন। সেই পরিবর্তনের সুফল দেখা যায় ২০১৯ বিশ্বকাপে। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। রোমাঞ্চকর সেই ফাইনালে সমান সমান রান করেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সুপার ওভারেই একই রান করে দুই দলই। তবে বাউন্ডারি বেশি হাঁকানোর ভিত্তিতে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।

২০১৯ বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে, যখন জোফরা আর্চারের শেষ বলটি ছিল, তখন তার অনুভূতি কেমন ছিল জানতে চাইলে মঈন বলেন, "আমি জানি না, ঠিক মনে করতে পারছি না। শুধু জানতাম, আমার মনে হচ্ছিল আমাদেরই জেতার কথা। যখন বলটা স্টোকসের ব্যাটে লেগে চার হয়ে গেল, তখনই আমি জানতাম আমরা জিততে যাচ্ছি। আমাদের জেতাটাই যেন লেখা ছিল।"

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
টানা তিন রাত ধরে বিক্ষোভ, অবশেষে মুখ খুললেন ইরানি প্রেসিডেন্ট Jan 11, 2026
img
৪০০ বছরের পুরনো গল্পে নির্মিত সিনেমার ট্রেলার প্রকাশ Jan 11, 2026
img
তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন : সেলিমুজ্জামান Jan 11, 2026
img
দায়িত্ব ছাড়ার পর ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস Jan 11, 2026
img
কোহলির সেঞ্চুরি মিস, ভারতের বিপক্ষে হারল নিউজিল্যান্ড Jan 11, 2026
img
ছেলের কাছে বার্তা পাঠালেন নিকোলাস মাদুরো Jan 11, 2026
img
জুলাই সনদের আলোচনা হারিয়ে গেছে : চরমোনাই পীর Jan 11, 2026
img
সৌন্দর্যের নির্দিষ্ট মাপকাঠি মানেন না কোয়েল Jan 11, 2026
img

রুমিন ফারহানা

সংসদে আমি কী করতে পারি তা আ.লীগের সময় আপনারা দেখেছেন Jan 11, 2026
img
শাড়ি হোক বা বিকিনি, দঙ্গল গার্ল ফাতিমার স্টাইলেই ঘায়েল নেটপাড়া Jan 11, 2026
img
নন-স্ট্রাইকে দাঁড়িয়ে ছেলের ব্যাটিং তান্ডব উপভোগ করলেন নবী Jan 11, 2026
img
নতুন বছরের শুরুতেই খুশির খবর! মা হলেন অদিতি মুন্সি Jan 11, 2026
img
সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয় : হাইকোর্ট Jan 11, 2026
img
ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয়: অভিনেত্রী জয়া বচ্চন Jan 11, 2026
img
আফগান বাপ-বেটার ঝলকে ঢাকার বিপক্ষে নোয়াখালীর জয় Jan 11, 2026
img
কিউবার পরবর্তী নেতা হচ্ছেন মার্কো রুবিও! Jan 11, 2026
১০ কৌশলে ব্যবহৃত হচ্ছে ডিপফেক-চিপফেক Jan 11, 2026
img
ব্যাংক ঋণের জন্যও তদবির করতে ঢাকায় যেতে হয়: আমীর খসরু Jan 11, 2026
img
খালেদা জিয়া জাতির আস্থাশীল অভিভাবক ছিলেন : অমিত Jan 11, 2026
ডিবির হাতে আটক মুসাব্বিরের ঘাতকরা! Jan 11, 2026