বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তাসহ সকল নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে।
প্রতিবেশীসহ যেকোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেই বাংলাদেশ নিজের দাবি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই ৩১ দফার মধ্যেই প্রয়োজনীয় সব সংস্কারের কথা বলা হয়েছে, যা একটি আধুনিক রাষ্ট্র গড়ার জন্য যথেষ্ট।
দেশের উন্নয়ন ও অর্জন প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের সমস্ত ভালো অর্জন বিএনপির মাধ্যমেই হয়েছে। বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে এসেছে। তাই দল ক্ষমতায় গেলে জনগণ আমাদের কাছে ভালো কাজ আশা করবে, এটাই স্বাভাবিক। জনগণের সেই প্রত্যাশা ও আশা পূরণে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নূরসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পিএ/টিকে