বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হারের পর রিয়াল মাদ্রিদ তাদের কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দিলো। ৩-২ গোলে গতকাল হেরে যায় মাদ্রিদ ক্লাব। এর ২৪ ঘণ্টা না পার হতেই পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়লেন তিনি।
ক্লাব আজ (সোমবার) এক বিবৃতিতে জানায়, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব জানাচ্ছে যে, ক্লাব এবং জাবি আলোনসোর পারস্পরিক সম্মতিতে প্রথম দলের কোচ হিসেবে তার অধ্যায়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা আরও বলেছে, জাবি আলোনসো সর্বদা রিয়াল মাদ্রিদের সব সদস্য ও সমর্থকদের ভালোবাসা এবং শ্রদ্ধা পাবেন। কারণ তিনি এই ক্লাবের একজন কিংবদন্তি এবং সর্বদা আমাদের ক্লাবের আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছেন। রিয়াল মাদ্রিদ সব সময়ই তার নিজের ঘর হয়ে থাকবে।
আরও যোগ করেছে তারা, আমাদের ক্লাব জাবি আলোনসো এবং তার পুরো টেকনিক্যাল টিমকে তাদের কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য ধন্যবাদ জানাচ্ছে। একইসঙ্গে তাদের জীবনের এই নতুন পর্যায়ের জন্য শুভকামনা জানাচ্ছে।
জাবির উত্তরসূরি হিসেবে কাস্তিয়া কোচ আলভারো আরবেলোয়ারের নাম ঘোষণা করেছে রিয়াল।
বেয়ার লেভারকুসেনে দুর্দান্ত সাফল্যের পর গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হন জাবি। লেভারকুসেনের হয়ে ২০২৪ সালে তিনি ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জয়ের কৃতিত্ব গড়েন।
খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাবি রিয়াল মাদ্রিদে খেলেছেন। এই সময়ে তিনি একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগা এবং দুটি কোপা দেল রে শিরোপা জিতেছেন।
গত জুনে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব গ্রহণ করার পর তার অধীনে দল গত গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়। তবে প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৪-০ ব্যবধানে পরাজিত হয় তারা।
২০২৫-২৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় নিয়ে দুর্দান্ত শুরু করেছিল তার দল। এর মধ্যে মৌসুমের প্রথম ‘ক্লাসিকো’তে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারানোর সাফল্য ছিল। তবে নভেম্বরের বাজে ফলাফল এই ছন্দ নষ্ট করে দেয়।
অন্যদিকে ৪২ বছর বয়সী আরবেলোয়া খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদেই তার ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর লিভারপুলে থাকাকালীন তিনি আলোনসোর সতীর্থ হিসেবে খেলেন। এই ডিফেন্ডার ২০০৯ সালে পুনরায় রিয়াল মাদ্রিদে ফিরে আসেন এবং সেখানে সাতটি মৌসুম কাটান।
পরবর্তীতে ২০২০ সালে তিনি ক্লাবের একাডেমিতে কোচ হিসেবে ফিরে আসেন।
এমআর/টিএ