চার্লস ল্যাম্ব, ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের নামকরা একজন লেখক। একাধারে তিনি লিখেছেন প্রবন্ধ, কবিতা, ফিকশন ও নাটক। এই চিন্তাশীল ও চিত্তাকর্ষক লেখক তার কর্মসমূহের মধ্য দিয়ে রোমান্টিক যুগটি পুরোপুরিই তুলে ধরেছেন। ১৭৭৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি লন্ডনে জন্ম নেন।
ল্যাম্ব পড়াশোনা করেন নিউগেট স্ট্রিটের ক্রাইস্ট’স হসপিটাল নামে একটি দাতব্য শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে তার সঙ্গে পরিচয় হয় স্যামুয়েল টেইলর কলরিজের। কলরিজ হলেন সেই দু’ব্যক্তির একজন, যাদের হাত ধরে ইংরেজি সাহিত্য রোমান্টিক যুগে ল্যাম্ব প্রবেশ করে; অপরজন হলেন ওয়ার্ডসওয়ার্থ।
১৮২০ থেকে ১৮২৫ সালের মধ্যে চার্লস ল্যাম্ব লেখক হিসেবে প্রখ্যাত হয়ে ওঠেন। এই সময়কালে লন্ডন ম্যাগাজিনে প্রকাশিত তার ব্যক্তিগত প্রবন্ধসমূহ সুবিবেচক ইংরেজ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। চার্লস ল্যাম্বের সবচেয়ে বড় চমক ছিল ‘ইলিয়া’ ছদ্মনামে ‘লন্ডন ম্যাগাজিনে’ লেখা তার পত্র ও প্রবন্ধগুলো। ১৮৩৪ সালের ২৭ ডিসেম্বর অ্যারিসিপেলাস নামক এক ধরনের ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে ল্যাম্ব মারা যান।
তার একটি বিখ্যাত উক্তি-
‘অযথা অযৌক্তিক বিষয়
নিয়ে দীর্ঘ সময় ধরে তর্ক
করা চরম বোকামি।’