অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন তথ্য দিয়েছেন পে স্কেল সংক্রান্ত বিষয়ে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল প্রদান বা না প্রদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ড. সালেহউদ্দিন আরও বলেন, এই বিষয়টি নিয়ে পে কমিশন কাজ করছে এবং কমিশনের রিপোর্ট পাওয়ার পর পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া তিনি জানান, বিদেশে পাঠানোর উদ্দেশ্যে ৬০ হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রশিক্ষণে ভারী ও হালকা যানবাহন চালানোর দক্ষতা বাড়ানো হবে।
অর্থ উপদেষ্টার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে পে স্কেল নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি এবং তা পে কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করবে।
একই সঙ্গে, ড্রাইভার প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে দেশের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্য রয়েছে।
কেএন/টিকে