এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ৩৫ দিনের মতো বাকি আছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি। অবশ্য চাঁদ দেখার ওপর তা নির্ভর করছে। খবর গালফ নিউজ।
ইসলামের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা শবে কদর রমজানের শেষ ১০ রাতের যেকোনো এক রাতে অনুষ্ঠিত হয়। এ রাতে মুসলমানরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ এ রাতেই পবিত্র কোরআন নাজিল হয়। এ সময় বেশি বেশি ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনা করা হয়।