বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরবে এক জনসভা করবেন বলে দলীয় সূত্র জানায়।
জনসভাকে কেন্দ্র করে ভৈরব পৌর স্টেডিয়ামে তারেক রহমানের নির্বাচনি প্রচারণাকেন্দ্রিক এ জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টিম সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। এছাড়া বিকাল ৪টায় ভৈরব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এমআই/টিএ