পরিচালক ভেত্রিমারনের নতুন উচ্চপ্রোফাইল ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধতে পারেন সামান্থা রুথ প্রভু ও সিলাম্বরাসন ওরফে সিম্বু। অস্থায়ীভাবে ‘আরসন’ (এসটিআর ৪৯) নামের এই ছবিতে নায়িকা হিসেবে সামান্থার নাম নিয়ে জোর আলোচনা চলছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভেত্রিমারানের কাজের প্রতি সামান্থার গভীর শ্রদ্ধা রয়েছে, তবে তিনি বর্তমানে বিভিন্ন প্রস্তাব ভেবে দেখছেন।
কালাইপুলি এস থানুর ভি ক্রিয়েশন্স প্রযোজিত এই ছবি দুই পর্বে নির্মিত হতে পারে বলে জানা গেছে। ছবিটির একটি তেলুগু নামও রয়েছে-‘সম্রাজ্যম’। ভেত্রিমারানের তীব্র গল্প বলার ধরন ও সিম্বুর জনপ্রিয়তার কারণে ছবিটি সামান্থার কেরিয়ারে বড় মোড় আনতে পারে বলে মনে করছেন অনেকে।
এদিকে সামান্থা ব্যস্ত রয়েছেন ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবির কাজে, যেখানে রহস্যময় অতীত নিয়ে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয় জীবনের ১৫ বছর পরও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজের বহুমুখিতা প্রমাণ করে চলেছেন এই অভিনেত্রী।
এবি/টিএ