পরিচালক ভিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’র হঠাৎ প্রকাশিত টিজার নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে। শাহিদ কাপুর ও ত্রিপ্তি দিম্রি মুখ্য চরিত্রে, এবং আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ মুক্তি পেতে যাচ্ছে এই ছবিটি। গল্পের মূল ভেতরে প্রেম, অপরাধ ও উত্তরাধিকার—যা ভরদ্বাজের স্বাক্ষরধারার মতোই তীব্র ও কবিতার মতো।
শাহিদের চরিত্র কি বাস্তবের হুসেন উস্তারা থেকে অনুপ্রাণিত? অনুরাগীদের মধ্যে এই জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে, বিশেষ করে টিজারে “Inspired by true events” লাইনটি দেখার পর। ত্রিপ্তির চরিত্রও আবেগময় ও দৃঢ়, যার রহস্য এখনও উন্মোচন হয়নি।
নানা পাটেকর, বিক্রান্ত মাসি, তামান্না ভাটিয়া ও অবিনাশ তিওয়ারি সহ শক্তিশালী সহশিল্পীদের উপস্থিতিতে, ‘ও রোমিও’ বাস্তব ও কল্পনার সীমানা, প্রেম ও প্রতিশোধের দুনিয়াকে একত্রিত করতে চলেছে।
এবি/টিএ