চকচকে প্রচারের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতার কথা স্পষ্ট ভাষায় তুলে ধরলেন অভিনেত্রী তাপসী পান্নু। সাম্প্রতিক এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি জানান, গত দেড়–দুই বছরে ইচ্ছাকৃতভাবেই কাজের গতি কমিয়েছেন। তার কথায়, বর্তমান পিআর সংস্কৃতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু নিজেকে তুলে ধরাই নয়, অন্যকে নিচে নামাতেও অর্থ খরচ করা হচ্ছে। সাফল্য কবে থেকে অন্যের ব্যর্থতার ওপর নির্ভরশীল হয়ে গেল—এই প্রশ্নই তুলেছেন তিনি।
ইন্ডাস্ট্রিতে কৃত্রিম ব্যক্তিত্ব গড়ে তোলার প্রবণতাকেও কটাক্ষ করেন তাপসী। জানান, শুরুর দিকে নিজের চেহারা, ফ্যাশনবোধ ও আত্মবিশ্বাস নিয়ে প্রবল অনিশ্চয়তায় ভুগেছেন তিনি। ‘নায়িকা হওয়ার মতো আমি কি যথেষ্ট?’—এই প্রশ্ন তাড়া করেছে দীর্ঘদিন।
ব্যর্থতার দায় একা অভিনেত্রীর ঘাড়ে চাপানোর প্রবণতাকেও অন্যায় বলে মনে করেন তাপসী। তার মতে, একটি ছবি ব্যর্থ হলে সেটি পুরো দলের দায়। নিখাদ এই সততাই তাপসীকে ভিড়ের বাইরে আলাদা করে তুলেছে।
এবি/টিএ