মার্কিন কংগ্রেসে গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাব

ডেনমার্কের মালিকানাধীন গ্রিনল্যান্ড দখলে আইনি প্রক্রিয়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) উত্থাপন করা হয়েছে গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাব। তবে দ্বীপটি দখলে মার্কিন হুমকি সরাসরি নাকচ করে দিয়েছে গ্রিনল্যান্ড প্রশাসন। ডেনমার্ক ও ন্যাটোর কাঠামোর বাইরে কোনো সমাধান মানবে না তারা।

গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের দ্বীপটি দখলে সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। এ নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর জন্য একটি অস্তিত্বগত সংকটেও রূপ নিয়েছে।

এরপরও পিছু হটছেন না ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) মার্কিন কংগ্রেসে গ্রিনল্যান্ডকে ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গ্রিনল্যান্ড অ্যানেক্সেশন অ্যান্ড স্টেটহুড অ্যাক্ট নামে প্রস্তাবিত নতুন বিল অনুযায়ী গ্রিনল্যান্ড দখলে ট্রাম্প প্রশাসন যেকোনো পদক্ষেপ নিতে পারবে।

তবে দ্বীপটি দখলে নিতে ট্রাম্পের ইচ্ছা আবারো নাকচ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের দাবি, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। তাই এর প্রতিরক্ষা ন্যাটোর মাধ্যমেই হতে হবে। জার্মানি ও ইউরোপের শীর্ষ নেতারাও ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ।

ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, জোরপূর্বক দ্বীপটির দখল নেয়া হলে ন্যাটোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ইউরোপীয় কমিশন বলছে, ডেনমার্ক চাইলে গ্রিনল্যান্ডে সহায়তা বাড়ানো হবে। নৌ উপস্থিতি ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থার কথাও এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের শীর্ষ কর্মকর্তারা। আজ বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের জানান, তিনি গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎজফেল্ডটকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বৈঠকের অনুরোধ করেছিলেন। পরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওই বৈঠকে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন এবং বৈঠকটি আয়োজনের উদ্যোগ নেন।

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পউলসেন জানিয়েছেন, তিনি ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ওই বৈঠকেও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎজফেল্ডট উপস্থিত থাকবেন।

আরআই/ এসএন

Share this news on:

সর্বশেষ

img
পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান Jan 14, 2026
img

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবি

টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা Jan 14, 2026
img
বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা Jan 14, 2026
img
বিদেশে পালিয়ে কথা বললে তো কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 14, 2026
img
কেন রিয়াল মাদ্রিদে সফল হয়নি আলোনসোর কৌশল? Jan 14, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজের মনোনয়ন বৈধ ঘোষণা Jan 14, 2026
img
আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির Jan 14, 2026
img
ব্রাজিল ফ্যান জামাল চান, ডেনমার্ক বিশ্বকাপ জিতুক Jan 14, 2026
img
প্রীতিভোজে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ Jan 14, 2026
img
চবি উপাচার্য ও উপ-উপাচার্যের অবিলম্বে পদত্যাগের দাবি ছাত্রদলের Jan 14, 2026
img
দীর্ঘ চার বছর বিরতির পর ফিরছে বিটিএস, ২০ মার্চ প্রকাশিত হবে নতুন অ্যালবাম Jan 14, 2026
img
প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন Jan 14, 2026
img
প্রশংসা করে ট্রলের শিকার আলিয়া Jan 14, 2026
img
উপহারের টোপ দিয়ে বিবাহবার্ষিকীতেই বিচ্ছেদ! Jan 14, 2026
img
জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য Jan 14, 2026
img
শনিবারে বিয়ে করেছেন জেফার-রাফসান, আজ আনুষ্ঠানিকতা Jan 14, 2026
কারাবাও কাপের সেমিতে নিউক্যাসলকে হারাল ম্যানচেস্টার সিটি Jan 14, 2026
img
৮২৫ দিন পর ওয়ানডে ব্যাটার র‌্যাংকিংয়ে শীর্ষে কোহলি Jan 14, 2026
img
পিডব্লিউডির সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদার ফ্ল্যাট ক্রোক Jan 14, 2026
img
কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ Jan 14, 2026