কুড়িগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল বেলা ১১টার দিকে শহরের তারামন বিবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৫৮) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি যাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারামন বিবি মোড়ে পাথরবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইউটি/টিএ