টেলিভিশনের পর্দায় অর্চনা পূরণ সিং মানেই প্রাণখোলা হাসি। বিগত কয়েক বছর ধরে ‘কপিল শর্মা শো’র মঞ্চে তার হাস্যোজ্জ্বল উপস্থিতি আলো ছড়িয়ে আসছে। কিন্তু সেই হাসির আড়ালে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিল এক নীরব যন্ত্রণা তা এবার প্রকাশ্যে আনলেন তার ছেলে আয়ুষ্মান শেঠি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে আয়ুষ্মান জানান, ‘তার মা এক বিরল স্নায়ুবিক ও পেশিজনিত সমস্যায় ভুগছেন। সিআরপিএস বা ‘কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম’ নামের এই রোগের কারণে তার হাতের স্বাভাবিক কার্যক্ষমতা অনেকটা কমে গিয়েছে।’
আয়ুষ্মান বলেন, ‘মায়ের হাত আর কোনোদিন আগের মতো হবে না। এই বাস্তবতাটা মেনে নেয়াই আমাদের সবচেয়ে কঠিন লড়াই।’
উল্লেখ্য, ২০২৫ সালে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবির শ্যুটিং চলাকালীন কবজিতে গুরুতর আঘাত লাগে অর্চনার। আঘাত এতোটাই গুরুতর ছিল যে তাকে অস্ত্রোপচারও করতে হয়েছিল। তবুও সেই যন্ত্রণার মধ্যেই তিনি দু-তিনটি ছবির শ্যুটিং শেষ করেছেন, কাজ করেছেন একটি ওয়েব সিরিজেও।
ছেলে আয়ুষ্মান শেঠি আরো জানান মায়ের অদম্য মানসিক শক্তির গল্প। এক মাসে টানা ৩০ দিন শ্যুটিং করেও কখনো কোনো অভিযোগ করেননি অর্চনা। বরং ব্যাথাকে আড়াল করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকেছেন হাসিমুখে। আয়ুষ্মানের মতে, অসাধারণ হওয়ার জন্য যে গভীর সহনশীলতা প্রয়োজন তা মা তাকে প্রতিনিয়ত নতুন করে শিখিয়েছেন।
পিআর/টিএ