মাত্র ২৪ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। দেশের জনপ্রিয় তারকা আফরান নিশো ও পূজা চেরির একটি শুটিং দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়ে যায়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় সিনেমা ‘দম’- এর শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া দৃশ্যে নিশো ও পূজা চেরিকে একসঙ্গে শট নিতে দেখা যায়। সিনেমাটির নায়িকা হিসেবে পূজাকে দেখে যেমন উচ্ছ্বসিত ভক্তরা, তেমনি শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে উঠেছে বিতর্ক।
শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই দৃশ্য বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়তেই আলোচনা আরও জোরালো হয়। অনেকেই প্রযোজনা টিমের গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের প্রশ্ন- এ ধরনের সংবেদনশীল দৃশ্য কিভাবে বাইরে এলো?
এক নেটিজেন মন্তব্য করেন, ‘এ ধরনের ভিডিও ধারণ ও প্রচার করা অপেশাদারি, এতে মিডিয়ার মান ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।’ আরেকজন লেখেন, ‘এসব টিম থেকেই লিক করা হয় নিজেদের বেনিফিটের জন্য।’
তবে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ মনে করছেন, এগুলো পরিকল্পিত প্রচারণার অংশ। এক নেটিজেন লেখেন, ‘এগুলোও প্রমোশনের কৌশল।’ আরেকজনের মন্তব্য, ‘এটা রনির প্রচারণার স্ট্র্যাটেজি।’
সমালোচনা থাকলেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টানটান উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে প্রত্যাশা থাকাই স্বাভাবিক। বিশেষ করে ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে নিশো ও পূজা চেরির নতুন ক্যামিস্ট্রি। এই ছবিতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।
এসকে/টিকে