ব্রাজিল ফ্যান জামাল চান, ডেনমার্ক বিশ্বকাপ জিতুক

ফিফা ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। আজ (১৪ জানুয়ারি) সকালের দিকে বিশেষ বিমানে বিশ্বকাপের সোনালী ট্রফি বাংলাদেশে এসে পৌঁছেছে। দুপুর দেড়টার পর থেকে রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে প্রদর্শনের জন্য রাখা হয়েছে এই ট্রফি। গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করেছিল কোকা-কোলা। সেই ক্যাম্পেইন বিজয়ীরা সুযোগ পাচ্ছেন এই ট্রফি দেখার।

দেশের আর দশজনের মতো বিশ্বকাপ ট্রফিটা এতদিন টিভি আর ছবিতেই দেখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবারই প্রথম হলো চাক্ষুষ দর্শন। তাও আবার হাতছোঁয়া দূরত্ব থেকে। বিশ্বকাপের পাঁচ মাসের বেশি বাকি থাকলেও হয়ত ট্রফি দেখে ফুটবলযজ্ঞের রোমাঞ্চের আগাম সুবাসও পেয়েছেন।

আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানে বিশ্বকাপের ট্রফি এসে পৌঁছালে সেটি বরণ করে নেয়ার দলে ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভার হাতে ছিল পরম আরাধ্য ট্রফিটি।

ট্রফি দেখার আনন্দময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে জামাল বলেন, 'সত্যি বলতে, বিশ্বকাপ ট্রফি দেখার অভিজ্ঞতা ছিল একদম জোশ! আমি তো ভেবেছিলাম ট্রফিটা ছোট, কিন্তু সামনে থেকে দেখে বুঝলাম এটা বেশ বড়। খোঁজ নিয়ে জানলাম এর ওজন প্রায় চার কেজি, আর পুরোটাই খাঁটি সোনা। অভিজ্ঞতাটা দারুণ ছিল।'

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসাটা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস জামালের। এই ট্রফি দেখে নতুন প্রজন্ম দেশকে একদিন বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে বিশ্বাস তার, ‘আশা করি, আমাদের ফুটবলার যারা কঠোর পরিশ্রম করতে পারে, এটা তাদের জন্য অনুপ্রেরণার হোক। আমি মনে করি, যারা ফুটবলার হতে চায়, তাদের জন্য এই ট্রফি আরও অনুপ্রেরণার হবে।’

ব্রাজিল সমর্থক জামালের সঙ্গে কথা হয়েছে ফিফার দূত হয়ে ট্রফির সঙ্গে আসা ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভার। রোনালদো নাজারিওর জাদুকরি ফুটবলে ২০০২ সালে ব্রাজিল তাদের পঞ্চম ও শেষ বিশ্বকাপ জিতেছিল। সেই দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তোকে সামনাসামনি দেখে রোমাঞ্চিত জামাল। জানিয়েছেন তার জীবনের প্রথম ফেবারিট ফুটবলার ছিলেন রোনালদো।

জামাল বলেন,  ‘ছোটবেলা থেকে আমি ব্রাজিলকে অনুসরণ করেছি। আমার প্রথম ফেভারিট খেলোয়াড় ছিলেন রোনালদো (নাজারিও)। বিশেষ করে, গিলবার্তোর সামনেও বলেছি ২০০২ সালে ব্রাজিল দলটাও আমাকে খুব অনুপ্রাণিত করেছে, তখন আমার বয়স ছিল ১২ বছর। এই দলটায় ছিল রোনালদো, রিভালদো, রোনালদিনিয়ো এবং গিলবার্তোও ছিল, এটা আমার জন্য ছিল বাড়তি মোটিভেশন।’

ব্রাজিল সমর্থক হলেও জামালের চাওয়া এবার বিশ্বকাপের ট্রফিটা জন্মভূমি ডেনমার্ক জিতুক। তবে ডেনমার্ক না পারলে সেটা ব্রাজিলের ঘরেই যাক।

হাসতে হাসতে তিনি বলেন, ‘মনেপ্রাণে চাই আমার জন্মভূমি ডেনমার্ক ট্রফিটা জিতুক। আর ডেনমার্ক যদি না পারে, তবে ট্রফিটা যেন ব্রাজিলের ঘরেই যায়!’

বিশ্বকাপ ট্রফি সন্ধা পর্যন্ত র‌্যাডিসন ব্লু হোটেলে প্রদর্শন করা হবে। এরপর তার গন্তব্য দক্ষিণ কোরিয়া। 

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

‘সাহায্য আসছে’— ই-রা-ন-কে ট্রাম্পের দেয়া এই হু-ঙ্কা-রে-র নেপথ্যে কী Jan 14, 2026
img
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি : পররাষ্ট্র উপদেষ্টা Jan 14, 2026
img
হলিউডের বাইরে, ভয়ের নতুন স্বাদ খুঁজে পেলেন অভিনেতা পরমব্রত Jan 14, 2026
img
‘দম’- এর শুটিংয়ে নিশো-পূজার ২৪ সেকেন্ডের ভিডিওতেই তোলপাড় Jan 14, 2026
img
জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Jan 14, 2026
img
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি Jan 14, 2026
img
ইনস্টাগ্রামে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কী করণীয়? Jan 14, 2026
img
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ফাঁকে শচীন-অমিতাভের ফিঙ্গার ক্রিকেট Jan 14, 2026
img
২৪ সেকেন্ডের শুটিং ভিডিও ভাইরাল, নিশো-পূজার নতুন সিনেমা ঘিরে বিতর্ক Jan 14, 2026
img
এই যাত্রায় আপনাদের আশীর্বাদ কামনা করছি আমরা: রাফসান Jan 14, 2026
img
বলিউডে কাজ করতে চান অস্কারজয়ী উইল স্মিথ Jan 14, 2026
img
অন্ধ ভক্তের পদক্ষেপে হতবাক কুমার শানু Jan 14, 2026
img
ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ: ভূমি উপদেষ্টা Jan 14, 2026
img
বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী অর্চনা পূরণ সিং Jan 14, 2026
img
সাবেক কমিশনার জহুরুল হককে টানা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক Jan 14, 2026
যা বলেন তা কি মানেন? | ইসলামিক জ্ঞান Jan 14, 2026
যে কারণে রাস্তা ব্লক করল শিক্ষার্থীরা Jan 14, 2026
কারাবাও কাপের সেমিতে নিউক্যাসলকে হা-রা-ল ম্যানচেস্টার সিটি Jan 14, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দলে সাকিব Jan 14, 2026
img
প্যানভেল ফার্মহাউসে সালমান, ধোনি ও এপি ধিলনের অপ্রত্যাশিত মিলন Jan 14, 2026