বলিউড অভিনেত্রী কৃতি সেননের ছোট বোন নূপুর সেননের বিয়ে সদ্য সম্পন্ন হলো উদয়পুরে। গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বাঁধা এই বিয়ে ছিল দুই সংস্কৃতির সংমিশ্রণ, যেখানে খ্রিস্টান মতে ও হিন্দু রীতি দুটোই অনুসরণ করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন কৃতি দিদি ছিলেন প্রতিটি মুহূর্তে বোনের পাশে, যেন বড় দিদি হিসেবে সব ঠিকঠাক হচ্ছে তা তদারকি করছেন।
তবে এই দায়িত্ববোধের মাঝে একাধিকবার বোন নূপুরকে প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা গেছে কৃতিকে। বিশেষ করে হিন্দুমতে বিয়ের সময়, নূপুরের সিঁদুর দানের সময় কৃতি দিদি কিছুটা ঝড়োভাবে বোনকে নির্দেশ দিতে বাধ্য হন। পরবর্তী প্রীতিভোজেও কৃতি দিদিকে বোনের সঙ্গে উচ্চস্বরে কথা বলতে শোনা যায়। যদিও কথা স্পষ্টভাবে বোঝা যায়নি, তবে বোঝা যায় যে এটি দিদির শাসনমূলক সতর্কতা বা কিছু তুচ্ছ বিষয়ে মতবিরোধের প্রতিফলন।
ভিডিয়োতে দেখা যায়, নূপুর প্রথমে দিদিকে পাল্টা বোঝানোর চেষ্টা করেছেন, হাসিমুখে বিষয়টি মেলানোর চেষ্টা করেছেন, কিন্তু কৃতির রাগ তখন এতটাই প্রবল ছিল যে কারও কথা শুনতে নারাজ। শেষে নূপুর খানিক বিষণ্ণ মুখ নিয়েই অনুষ্ঠানকক্ষে ঢুকেছেন এবং সম্ভবত দিদির কথা মেনে নিয়েছেন। নেটাগরিকরা মন্তব্য করেছেন, এমন বড় আয়োজনের মাঝে দুই বোনের ছোটখাটো কথাবার্তা বা মতবিরোধ স্বাভাবিক, এবং এটি কেবল দিদির শাসনমূলক দায়িত্বও হতে পারে।
অন্যদিকে, নূপুরের বিয়ের পোশাকের প্রতি নেটপাড়া মুগ্ধ। প্রতিটি অনুষ্ঠানে তিনি যে পোশাক পরেছেন, তার সবই প্রশংসিত হয়েছে এবং নেটিজেনরা তার রুচির প্রশংসা করেছেন।
উদয়পুরের ঐতিহ্যবাহী আয়োজন থেকে মুম্বইয়ের প্রীতিভোজ পর্যন্ত নূপুরের বিয়ের প্রতিটি মুহূর্ত কৃতি দিদির তদারকিতে সম্পন্ন হয়েছে, যা দুই বোনের আন্তরিকতা এবং সম্পর্কের ঘনিষ্ঠতা ফুটিয়ে তুলেছে।
পিআর/টিএ