মাত্র সাত মাসেই শেষ হলো শাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ অধ্যায়। গত রোববার (১১ জানুয়ারি) রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরদিন খবর আসে, দু-পক্ষের সমঝোতায় ক্লাব ছেড়েছেন শাবি আলোনসো। সেদিনই এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে নতুন কোচ নিয়োগের খবরও জানানো হয়। তবে কোচ হিসেবে আলভারো নন, পুরোনো কোচ জোসে মরিনহোকেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে চান ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
শাবি আলোনসোর বিদায়ের পর লস ব্লাঙ্কোসদের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্লাবটির যুব দলের কোচ আলভারো আরবেলোয়া। তবে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।
শাবি আলনসোর উত্তরসূরি হিসেবে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। যার প্রেক্ষিতে লিভারপুলের এই সাবেক কোচ মুখ খুলতে বাধ্য হয়েছেন। মৌসুমের এই পর্যায়ে এসে আলোনসোকে বরখাস্ত করার ঘটনায় ক্লপ ‘সত্যিই অবাক’ বলে জানিয়েছেন এবং শূন্য হয়ে যাওয়া এই পদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র সাত মাস দায়িত্ব পালন করেন শাবি। রিয়ালের কোচ হিসেবে ৩৪টি ম্যাচ পরিচালনা করে ২৪টিতেই জয় এনে দিয়েছেন এই স্প্যানিশ। তবে কোচ হিসেবে তার শেষ ম্যাচ স্প্যানিশ সুপার কাপের ফাইনাল–সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে তার দল ৩-২ গোলে হেরে গেছে।
সাংবাদিক রেলানোর বরাত দিয়ে গোলডটকম-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহোকে আবারও ক্লাবটির ডাগআউটে ফেরাতে পারেন ফ্লোরেন্তিনো পেরেজ। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় দায়িত্ব পালন করছেন মরিনহো।
২০১০ ও ২০১৩ সালে মরিনহোর অধীনে লা-লিগা ও কোপা দেল রের ট্রফি জিতেছিল রিয়াল মাদ্রিদ। মরিনহোর সেই স্কোয়াডের একজন সদস্য ছিলেন আরবেলোয়া। মরিনহোর এক সময়ের শিষ্যই এখন রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে আছেন। সাংবাদিক রেলানো বলেছেন, ‘তার (পেরেজ) প্রধান লক্ষ্য হলো মরিনহোকে ফিরিয়ে আনা।’