বাজারের বেশিরভাগ স্বর্ণই অবৈধ পথে আসছে: জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান

দেশে যেসব স্বর্ণ রয়েছে এবং প্রতিনিয়ত যা ঢুকছে তার বেশিরভাগ স্বর্ণই অবৈধ পথে আসছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। এমনকি এই অবৈধ আমদানি প্রক্রিয়ায় এনবিআরের কিছু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগও রয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিয়মিত আয়োজন ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুলক হক খানের নেতৃত্বে এ খাতের ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এরপর এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ ব্যবসা খাত দীর্ঘদিন ধরে চোরাচালান, দুর্বল কমপ্লায়েন্স ও নীতিগত ঘাটতিতে জর্জরিত। এ স্বর্ণ ও গহনা খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে রাজস্ব বোর্ড।

ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, যারা সত্যিকার অর্থে স্বর্ণ আমদানি করতে চান, তাদের সেই সুযোগ দেওয়া উচিত। বৈধপথে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি উত্থাপন করলে সেক্ষেত্রে এনবিআর সহায়তা করবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসার প্রকৃত লেনদেন সঠিকভাবে নথিভুক্ত করা হলে ভবিষ্যতে টার্নওভার ট্যাক্সের প্রয়োজন হবে না। বরং প্রকৃত মুনাফার ভিত্তিতে কর আদায়ের পরিকল্পনা রয়েছে সরকারের।

আবদুর রহমান খান বলেন, স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে অনেকের জীবনহানি ঘটে, যা ব্যবসার জন্য কোনো ভালো দিক নয়। এ জন্য পার্শ্ববর্তী দেশগুলোর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি, যা ব্যবসায়ীদের জীবনের ঝুঁকি কমাবে এবং এ খাতের উন্নয়ন করবে।

এনবিআর চেয়্যারম্যানের অবৈধ স্বর্ণ আসার অভিযোগকে স্বর্ণ ব্যবসায়ীরাও স্বীকার করেছেন, দেশে অবৈধ পথে স্বর্ণ আসছে। তবে এই অপবাদ ও জটিলতা থেকে মুক্তি চান তারা।

স্বর্ণ ব্যবসায়ীরা বলেন, আমদানির পথ সহজ করলে অবৈধ বাণিজ্য কমে যাবে এবং স্বচ্ছতা আসবে। তাই চোরাকারবারি নয়, ভ্যাট-ট্যাক্সের আওতায় এসে বৈধভাবে ব্যবসা করতে চান তারা। সেজন্য আমদানি সহজ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাজুস।

বাজুসের একজন নেতা বলেন, বিগত সময়ে স্বর্ণ আমদানির জন্য সরকার ১৮টি লাইসেন্স দিয়েছিল, যাদের মধ্যে অন্তত ১০ জন প্রকৃতপক্ষে ব্যবসায়ী নন। গহনা ব্যবসার সঙ্গে জড়িত নন-এমন লোকজন, এমনকি ক্রিকেটারকেও লাইসেন্স দেওয়া হয়েছে, অথচ প্রকৃত ব্যবসায়ীরা বাদ পড়েছেন। মূলত চোরাকারবারিরা ব্যবসা করার জন্য নয়, বরং আইনি ঝামেলা এড়াতে লাইসেন্স সংগ্রহ করে। তাই বৈধপথে আমদানির জন্য সত্যিকারের ব্যবসায়ীদের লাইসেন্স দিতে হবে।


আরেকজন ব্যবসায়ী অভিযোগ করেন, ব্যাংকগুলো গহনা খাতে ঋণ দিতে অনাগ্রহী, যা ব্যবসা পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া আমদানি জটিল হওয়ায় পাশের দেশ ভারত, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের চেয়ে ভরিতে অন্তত ৩০ হাজার টাকা বেশি দাম পড়ে দেশের বাজারে। ফলে অবৈধ উৎস থেকে স্বর্ণ সংগ্রহ বাধ্য হন তারা।

স্বর্ণ ব্যবসায় বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, তাই শুল্কের বিষয়টি সহজ করার সুযোগ রয়েছে। সাধারণত আমদানিতে পার্সেন্টেজ হিসেবে শুল্ক ধরা হলেও স্বর্ণের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী নিয়ম রয়েছে; স্বর্ণের দাম ৯০ হাজার টাকা থেকে ২ লাখ ৩০ হাজার টাকা হলেও আমদানির শুল্ক প্রতিবারে দুই হাজার টাকা নির্ধারিত করা আছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানে বলেন, ভ্যাটের ক্ষেত্রেও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে মিল রেখে একটি যৌক্তিক উপায় বের করতে হবে। এ সময় ব্যবসায়ীদের কর প্রদান সহজ করতে এবং সঠিক তথ্য জমা দিতে আলাদা ডিজিটাল অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনা রয়েছে। 

পিআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জটিল রোগে আক্রান্ত দিশা পটানি, সতর্ক করলেন প্রাক্তন Jan 14, 2026
img
অবশ্যই সিনেমা ভালবাসি তবে অভিনয় করব না: অভিষেক Jan 14, 2026
img
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক Jan 14, 2026
img
২০০০ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’ Jan 14, 2026
img
নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি Jan 14, 2026
img
পুলিশের ৯৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি Jan 14, 2026
img
রাজ নন ‘স্টানার’ বলে প্রশংসায় ভরিয়ে দিলেন কে? Jan 14, 2026
img
গায়িকা ইমনের বাবা- কাকা নিয়ে মজার ভিডিও ভাইরাল Jan 14, 2026
img
বোন নূপুর স্যাননকে ‘শ্বশুরবাড়ি’ পাঠিয়ে আবেগে ভাসছেন কৃতি! Jan 14, 2026
গুজবের অবসান, নতুন জীবনে পা রাখল জুটি Jan 14, 2026
img
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু Jan 14, 2026
img
ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন চাল Jan 14, 2026
img
তবে কি বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন স্কালোনি? Jan 14, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট Jan 14, 2026
img
না ফেরার দেশে প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন Jan 14, 2026
img
বিমানবন্দরে ৫৮ ভরি স্বর্ণালঙ্কারসহ ওমরা ফেরত মোয়াল্লেম আটক Jan 14, 2026
img
‘গুন্তুর কারাম’-এর আলোচ্য চরিত্রে শ্রীলীলা Jan 14, 2026
img
নির্বাচন প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ১৯ জানুয়ারি Jan 14, 2026
img
সম্পর্কের গুঞ্জন নিয়ে বারবার বিতর্কের মুখে মালাইকা! Jan 14, 2026
img
মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ তৈয়্যব Jan 14, 2026