বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রেম জীবনের খবরে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। চলতি বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। বহুবার এই জুটিকে একসঙ্গে দেখা গেলেও তারা কখনোই সম্পর্ক স্বীকার করেননি।
তবে সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যেই শ্রদ্ধা ‘মোদি’ পরিবারের সদস্য হবেন। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে হবে তাদের বিয়ে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হবে অনুষ্ঠান, যা পুরোপুরি ট্র্যাডিশনাল কায়দায় অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে। শ্রদ্ধার ভাই, অভিনেতা সিদ্ধান্ত কাপুরও এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “এটি তো আমার জন্যও খবর।” পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে সরাসরি আলোচনার জন্ম হয়েছে।
শ্রদ্ধার হবু বর রাহুল মোদি, যিনি বলিউডে পরিচিত নাম হলেও ক্যামেরার সামনে নয়, বরং পেছনের দিকে কাজ করেন। তিনি জনপ্রিয় ছবির সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে সুপরিচিত। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো ছবির কাজের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্কের সূত্রপাত হয়।
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করেননি, তবে সূত্রগুলো বলছে বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই খবর নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং শ্রদ্ধা–রাহুল জুটিকে ঘিরে উৎসাহ ও আগ্রহ বেড়েই চলেছে।
এমকে/টিএ