ফিফা সদস্য সংখ্যা দুইশ’র অধিক হলেও এবারের বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হবে মাত্র ৩০টি দেশে। সৌভাগ্যক্রমে সে সুযোগটা পেয়েছে বাংলাদেশও। মাত্র একদিন থেকেই আকর্ষণীয় ট্রফিটি যাত্রা করবে পরবর্তী গন্তব্যের পথে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয়েছে ৩ জানুয়ারি। প্রথমে সৌদি আরবের বিভিন্ন স্থানে প্রদর্শিত হওয়া ট্রফিটি এরপর মিসর, তুরস্ক, অস্ট্রিয়া, ভারতে প্রদর্শনের মাধ্যমে বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশে এসেছে।
সকাল ১০টায় বাংলাদেশে পৌঁছানোর পর সন্ধ্যা পর্যন্ত রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে প্রদর্শিত হওয়ার কথা ট্রফিটির। এরপর বাংলাদেশ থেকে এটি যাত্রা শুরু করবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে। সেখান থেকে আবার জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাজাখস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আইভরিকোস্ট, মরক্কো, পর্তুগাল, স্পেন, আলজেরিয়া, ফ্রান্স, গুয়াতেমালা, হন্ডুরাস, কলম্বিয়া, ইকুয়েডর, উরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করবে।
সব মিলিয়ে এবারের ট্যুরে মোট ৩০টি দেশে ৭৫টি স্থানে ট্রফি প্রদর্শিত হবে। পুরো সফর সম্পন্ন করতে প্রায় ১৫০ দিন সময় লাগবে।
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ট্রফি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ দেওয়া। প্রথমবার ট্রফির এই ট্যুর শুরু হয়েছিল ২০০৬ সালে।
এসকে/টিএ