ছোটপর্দার দুই নায়িকা শ্রুতি দাস ও অনুষ্কা চক্রবর্তী সম্প্রতি এক অপ্রত্যাশিত বন্ধুত্বের গল্প শেয়ার করেছেন। সাধারণত রুপোলি জগতে নায়িকাদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় না, তবে এই দুই নায়িকার ক্ষেত্রে যেন উল্টো গল্প। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের নিশা তথা শ্রুতি এবং ‘আমাদের দাদামণি’র পার্বতী তথা অনুষ্কা একসঙ্গে কাজ না করেও দারুণভাবে কাছে এসেছেন একে অপরের।
তাদের বন্ধুত্বের শুরু হয়েছিল এক ছোট ভুল বোঝাবুঝি থেকে। শ্রুতি জানান, “একটা অনুষ্ঠানে গিয়েছিলাম দু’জনেই। অনুষ্কা একবারও কথা বলেননি। তখন আমি স্বর্ণেন্দু (সমাদ্দার) কে বলেছিলাম, তোমাদের দাদামণির নায়িকার ভীষণ ঘ্যাম। পরে এই ঘটনা আমি অনুষ্কাকেও বলি।” অনুষ্কা জানালেন, প্রথমে তিনি স্বাভাবিকভাবে সবার সঙ্গে কথা বলতে পারেননি। কিন্তু ধীরে ধীরে তাঁদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় এবং কবে বন্ধু হয়ে গেলেন তা তাঁরা টের পাননি।
দুই নায়িকা পাশাপাশি তাদের স্বচ্ছতা ও খোলামেলা চরিত্রকেও গুরুত্ব দিয়েছেন। অনুষ্কা বলেন, “আমরা দু’জনেই নায়িকাসুলভ নই। পাপারাজ্জি নিয়ে ঘুরি না। শ্রুতির আইনি বিয়ে হয়ে গেছে, আমার হয়নি। তবে আমাদের মধ্যে লুকোছাপা কিছু নেই। এখান থেকেই বন্ধুত্বের জন্ম হয়েছে।” এই বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে স্বর্ণেন্দু ও অনুভব কাঞ্জিলালের উপস্থিতি; চারজন একসঙ্গে খেতে যান, ঘুরতে যান। শ্রুতি জানালেন, দেরিতে হলেও বন্ধুত্ব হওয়ার কোনও আফসোস নেই।
ছোটপর্দার এই দুই তারকার গল্প দেখাচ্ছে, বন্ধুত্ব কখনো ছোট ভুল বোঝাবুঝি বা পার্থক্যের কারণে বাধাগ্রস্ত হয় না, বরং খোলামেলা সম্পর্ক ও স্বচ্ছতার মাধ্যমে আরও গভীর হয়ে ওঠে।
পিআর/টিএ