২০০০ সালে মুক্তি পাওয়া ‘কাহো না… প্যায়ার হ্যায়’ শুধুই একটি সিনেমা ছিল না, এটি ছিল বলিউডের সংস্কৃতিতে এক অমর স্মৃতি। মাত্র ১০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি ভারতেই ৪৪ কোটি এবং বিশ্বব্যাপী ৮০ কোটি টাকার ব্যবসা করেছে। সিনেমার দেখার সংখ্যা ছাড়িয়েছে ৩.০৬ কোটি দর্শক। বর্তমান মূল্যের হিসাব করলে ছবির নেট রাজস্ব দাঁড়ায় ৬৮৫ কোটি টাকার সমান।
রকেশ রোশনের পরিচালনায় এবং আমিশা প্যাটেলের আত্মপ্রকাশে তৈরি এই ছবিটি তার সময়ের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। ছবির গানও হয়ে উঠেছিল চিরকালীন হিট, যা এখনও শ্রোতাদের মনে প্রাণে বাজছে। তবে সবকিছুর মধ্যেই সবচেয়ে বড় বিষয় ছিল হৃত্বিক রোশনের আত্মপ্রকাশ। দারুণ নৃত্য, আকর্ষণীয় একাধিক চরিত্র এবং আকর্ষণীয় অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। এই ছবির মধ্য দিয়ে বলিউডে এক নতুন তারকা জন্ম নিয়েছিল।
‘কাহো না… প্যায়ার হ্যায়’ শুধু ব্যবসায়িক দিক দিয়েই নয়, বরং প্রেম, নৃত্য ও আকর্ষণীয় গল্প বলার ক্ষমতায়ও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। হৃত্বিকের ডাবল চরিত্র, রোমান্স এবং সিনেমার গানগুলো আজও বলিউড প্রেমিকদের মনে অমর।
এমকে/টিএ