মৌসুমের মাঝপথে হুট করে রেয়াল মাদ্রিদের কোচের পদ থেকে শাবি আলোন্সোর বিদায়ে অবাক হননি হান্সি ফ্লিক। এই স্প্যানিয়ার্ডের ভবিষ্যতের জন্য শুভকামনা জানালেন বার্সেলোনা কোচ।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারের পরদিনই আলোন্সোর বিদায়ের খবর দেয় রেয়াল। পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। তবে সেটাকে ‘বরখাস্ত’ বলেই ধরে নেওয়া যায়। স্প্যানিশ সংবাদমাধ্যমে উঠে এসেছে সেটিই।
বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে অবিশ্বাস্য সাফল্যের পর গত জুনে তিন বছরের চুক্তিতে রেয়ালের দায়িত্ব নেন আলোন্সো। ক্লাবের সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায়ের পর নতুন মৌসুমে শুরুটা ভালো করে রেয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৪ ম্যাচের ১৩টিই জেতে তারা।
কিন্তু পরে ছন্দ হারিয়ে ফেলে ইউরোপের সফলতম দলটি। মাঝে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচের মধ্যে তারা জিততে পারে কেবল দুটি, ঘরের মাঠে হারে টানা দুই ম্যাচে। তাতে চাপ বাড়ে আলোন্সোর ওপর। তার ছাঁটাই হওয়ার গুঞ্জনও ডালপালা মেলতে শুরু করে।
পরে অবশ্য ঘুরে দাঁড়ায় রেয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে গত রোববার জেদ্দায় সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হয় তারা। ক্লাসিকোয় হারেই মূলত আলোন্সোর বিদায়ঘণ্টা বেজে যায়।
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচ সামনে রেখে বুধবার বার্সেলোনা কোচ ফ্লিকের সংবাদ সম্মেলনে উঠল আলোন্সোর বিদায়ের প্রসঙ্গ। আলোন্সোর বিদায়ে অবাক হয়েছেন?- এমন প্রশ্নে বিতর্ক এড়িয়ে চাওয়ার চেষ্টা করলেন এই জার্মান কোচ।
“এটাই ফুটবল, আর এটা আমার কথা বলার বিষয় নয়। আমি যা বলতে পারি তা হলো, শাবির (আলোন্সো) সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে; লেভারকুজেনে আমরা দেখা করেছি এবং যোগাযোগ রেখেছি। তার জন্য শুভকামনা জানাই।”
“আমি নিশ্চিত, সে ও তার কোচিং স্টাফরা শিগগিরই দারুণ প্রকল্প হাতে নেবে। এটাই ফুটবল, আমাদের এগিয়ে যেতে হবে। তবে সে দারুণ একজন কোচ এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল।”
পিএ/টিএ