বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গত ১৫ বছরের কর্মকাণ্ড রুপোলি পর্দায় তুলে ধরেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘লক্ষ্মী এল ঘরে’। বুধবার মকরসংক্রান্তির সন্ধ্যায় নন্দন ২-এ ছবিটি দেখেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায় ও ভরত কল প্রমুখ।
অভিষেক জানান, “রাজ ভীষণ ভাল ছবি বানিয়েছেন। এক ঘণ্টার তথ্যচিত্রে দলের সব প্রকল্প তুলে ধরা হয়েছে। সমাজের সাধারণ মানুষের মনে এখনও বিভ্রান্তি আছে। এই ছবি তা দূর করবে। মহিলারাও অনেক কিছু শিখতে পারবেন।”
অভিষেক স্পষ্ট করে বলেন, “আমি সিনেমা দেখতে ভালবাসি, শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক। কিন্তু নিজে অভিনয় করব না।” তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরার অভিনয়কে ভূয়সী প্রশংসা করেন।
মহুয়া মৈত্রও আপ্লুত হয়ে মন্তব্য করেন, “রাজ এক তথ্যচিত্রকে পূর্ণ দৈর্ঘ্যের ছবির মাত্রা দিয়েছেন। গত ১৫ বছরে বাংলার উন্নতিসাধনের দলিল হিসেবে এটি গুরুত্বপূর্ণ।”
ছবি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন আরও কিছু কলাকুশলীরা। তবে রাজ ও শুভশ্রী নীরব ছিলেন, রাজনৈতিক ভবিষ্যত নিয়ে কোনো মন্তব্য করেননি। রাজ পূর্বে জানিয়েছেন, নিজের কাজেই মনোনিবেশ করতে চান, দর্শকের ভালবাসাই তার অনুপ্রেরণা।
পিআর/টিএ