ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত তিন কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগে ভোট গ্রহন স্থগিত করা হয়েছিল। স্থগিত থাকা তিনটি কেন্দ্রে বুধবার সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

স্থগিত এই তিন কেন্দ্রে ভোটার রয়েছেন ১০ হাজার ৫৭৩ জন। এর মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিন হাজার ১৬, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিন হাজার ৮৪০ এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিন হাজার ৭১৭।

সরাইল ও আশুগঞ্জ এলাকা নিয়ে গঠিত এই আসনে ১২৯ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির আবদুস সাত্তার ভূইয়া পেয়েছিল ৮২ হাজার ৭২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছিল ৭২ হাজার ৫৬৪ ভোট।

এই প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯। এখনোও দুই প্রার্থীর যে কারও বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ