বৃহন্মুম্বাই পুরনিগমের ভোটগ্রহণে সকাল সকাল নিজের বাড়ির কাছের কেন্দ্রে ভোট দিতে যান বলিউড অভিনেত্রী ও বিজেপির সাংসদ হেমা মালিনী। তবে ভোট দেওয়ার সময় হেমা যে পরিস্থিতির মুখোমুখি হবেন, তা হয়তো তিনি আশা করেননি। ভোট শেষ করে বেরোতেই একদল প্রবীণ জনতা তাকে ঘিরে ধরেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।
জনতা অভিযোগ তুলেন যে, ভোট দেওয়ার ক্ষেত্রে তারকারা বিশেষ সুবিধা পাচ্ছেন, সাধারণ মানুষ তাদের তুলনায় অবহেলায় পড়ছেন। আচমকা এই প্রশ্নের উত্তরে হেমা কিছু বলতে না পেরে সহকারীকে এগিয়ে দেন। আশপাশের জনতা উত্তপ্ত হলেও পরে পুলিশি তৎপরতা ও হেমার অনুরোধে পরিস্থিতি শান্ত হয়।
হলুদ চুড়িদার পরে ভোট দিতে যাওয়া হেমা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি কেন হাসছি না, সেই নিয়ে অনুযোগ করবেন না।” হেমা সম্প্রতি স্বামী ধর্মেন্দ্রকে হারিয়েছেন এবং তাঁর দেড় মাসের এই সময়ে প্রতিটি দিন অত্যন্ত কষ্টের সঙ্গে কেটেছে। তবু তিনি মনে করিয়ে দেন যে ভোটদান প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
এই ঘটনায় দেখা যায় যে, নির্বাচনী সময়ে তারকা হোক বা সাধারণ মানুষ, ভোটদান প্রক্রিয়া সব সময়ই সমানভাবে সোজা থাকে না।
পিআর/টিএ