বলিউড সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জন নয়াগন’ মুক্তি পেতে এখনো প্রস্তুত নয়। ছবির নির্মাতারা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর (CBFC) ছাড়পত্র না পাওয়ায় এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তবে শীর্ষ আদালত এই মামলায় কোনও হস্তক্ষেপ করেনি এবং দ্রুত শুনানির জন্য নির্মাতাদের অধৈর্যতা নিয়ে ভর্ৎসনা করেছে।
চূড়ান্তভাবে, সুপ্রিম কোর্ট মামলাটি মাদ্রাজ হাইকোর্টে ফেরত পাঠিয়েছে এবং আগামী ২০ জানুয়ারি সেখানে মামলার নিস্পত্তির নির্দেশ দিয়েছে। নির্মাতারা ৯ জানুয়ারি ছবির মুক্তি দেয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেন্সর ছাড়পত্র না পাওয়ায় রিলিজ পিছিয়ে গেছে।
ছবির নির্মাতারা দ্রুত মুক্তি দেয়ার জন্য অধৈর্য প্রকাশ করায় শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, “এত তাড়া কীসের?”। বিজয়ের এই শেষ ছবি অনেকের কাছেই দীর্ঘ প্রতীক্ষার বিষয়, এবং রাজনৈতিক প্রেক্ষাপটেও এর মুক্তি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে মনে করছেন, সেন্সর ছাড়পত্র না পাওয়ার পেছনে রাজনৈতিক প্রভাবও থাকতে পারে।
সর্বশেষ পরিস্থিতিতে, ‘জন নয়াগন’-এর মুক্তি সম্পূর্ণরূপে মাদ্রাজ হাইকোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। সুপারস্টার বিজয়ের ফ্যানরা অপেক্ষায় রয়েছেন এই শেষ ছবি দেখতে।
পিআর/টিএ