আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের আসন সমঝোতা প্রক্রিয়ায় নারী নেতৃত্ব ও ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি একটি লিখিত রাজনৈতিক নীতিমালা প্রণয়ন এবং কিছু আসন ‘ওপেন’ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পার্টি। দলটির মতে, স্পষ্ট নীতিগত কাঠামো ছাড়া এই সমঝোতা কার্যকর ও গ্রহণযোগ্য হবে না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, একই দিন সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের একটি বৈঠকে অংশগ্রহণের জন্য বাংলাদেশ পার্টিকে আমন্ত্রণ জানানো হয়। দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ওই বৈঠকে অংশ নেয়। বৈঠকে বাংলাদেশ পার্টির পক্ষ থেকে চারটি নির্দিষ্ট বক্তব্য তুলে ধরা হয় বলে জানান মজিবুর রহমান মঞ্জু।
বক্তব্যে বলা হয়, ১১ দলের আসন সমঝোতার লক্ষ্য কী- সে বিষয়ে সকল দলের ঐকমত্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট ‘রাজনৈতিক স্মারক’ নির্ধারণ করা প্রয়োজন, যাতে সমঝোতার উদ্দেশ্য ও কাঠামো পরিষ্কার থাকে।
এছাড়াও বক্তব্যে আসন সমঝোতায় প্রার্থিতা নির্ধারণের ক্ষেত্রে দলীয় অবস্থান, সমর্থন ও সাংগঠনিক সক্ষমতার পাশাপাশি সংসদীয় দক্ষতা ও যোগ্যতা, নারী নেতৃত্ব, ধর্মীয় সংখ্যালঘু এবং বিশেষ কৃতিত্বসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ পার্টি।
তৃতীয় প্রস্তাবে আসন সমঝোতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্মবণ্টন নির্ধারণসহ একটি কার্যকর সমন্বয় নীতি প্রণয়ন এবং তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। চতুর্থ ও শেষ প্রস্তাবে কিছু আসন ‘ওপেন’ রাখার বিষয়টি তুলে ধরা হয়, যাতে সমঝোতা প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাজনৈতিক নমনীয়তা বজায় থাকে।
বাংলাদেশ পার্টির চেয়ারম্যান আরও জানান, বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী সুনির্দিষ্ট ঘোষণা আসবে বলে তিনি আশাবাদী।
আরআই/টিএ