২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত এক কাওয়ালি সন্ধ্যায় বিনা উসকানিতে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। সেই ঘটনার চার বছর পূর্তিতে প্রতিবাদস্বরূপ আজ (শুক্রবার) সন্ধ্যায় টিএসসিতে আবারও কাওয়ালি সন্ধ্যার আয়োজনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাবির টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
সংবাদ সম্মেলনে মুসাদ্দিক জানান, শুক্রবার বিকেলে অনুষ্ঠাতব্য এই কাওয়ালি সন্ধ্যায় দেশের প্রখ্যাত কাওয়ালি শিল্পীরা অংশ নেবেন। পাশাপাশি ২০২২ সালের হামলার শিকার হওয়া শিল্পীরাও এই অনুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করবেন। এই আয়োজনের মাধ্যমে হামলার ন্যায়বিচার এবং সাংস্কৃতিক স্বাধীনতার দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরা হবে বলে তিনি জানান।
এ ছাড়া, নবাব স্যার সলিমুল্লাহর ১১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বাদ ফজর ডাকসুর পক্ষ থেকে তার কবরে জেয়ারত করার কর্মসূচির কথাও জানান মুসাদ্দিক। তিনি আরও বলেন, পবিত্র শবে মেরাজ উপলক্ষ্যে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
ডাকসুর এসব কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চেতনা ও ন্যায়বিচারের দাবি একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানান মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
পিএ/টিএ