আটকের দুদিন পর বাংলাদেশি এক যুবককে আদালতে তুলেছে আসাম পুলিশ। ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকারচর জেলা সদর হাটশিঙ্গিমারী আদালতে তাকে সোপর্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১২ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর সীমানা পিলার এলাকা থেকে ঝোড়ডাঙ্গা বিএসএফ সদস্যরা গুলি ছুড়ে তাকে আটক করে নিয়ে যায়।
আটক মো. আলী (২৫) উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
আসামের নিউজ পোর্টাল অসম টুডে এক প্রতিবেদনে বলেছে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এনে আটক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে মানকারচর পুলিশের কাছে সোপর্দ করেন ঝোড়ডাঙ্গা ক্যাম্পের বিএসএফ।
ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, আটক আলীকে দক্ষিণ সালমারা মানকারচর পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে ১৪ জানুয়ারি দুপুরে সেখানকার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
এসএস/এসএন