৯ বছরের বিরতির পর বৃহন্মুম্বই পুরনিগম নির্বাচনে দায়িত্ববান নাগরিকদের ভোটের উৎসবে যোগ দেন বলিউডের এক ঝাঁক তারকা। শচীন তেন্ডুলকার, তামান্না ভাটিয়া, ভিকি কৌশল, হেমা মালিনী, আমির খান, সইফ আলি খান, জন আব্রাহাম, গুলজার, সোনালী বেন্দ্রে ও শ্রদ্ধা কাপুর সহ বহু পরিচিত মুখ ভোটের মাঠে উপস্থিত হয়ে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেন।
এদিন সকালে ভোট দেওয়ার পর হেমা মালিনী পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দেন। তামান্না ভাটিয়া ভোট দিয়ে বেরিয়ে তর্জনীতে ভোটের চিহ্ন দেখান। সইফ আলি খান করিনাকে সঙ্গে নিয়ে ভোট দেন, আর ভিকি কৌশল ভোট শেষে গাড়িতে ওঠার আগে হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দেন।
শচীন তেন্ডুলকর স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে সঙ্গে নিয়ে ভোট দেন। আমির খানও পোলিং বুথের বাইরে দেখা দেন, সঙ্গে ছিলেন দ্বিতীয় স্ত্রী রিনা দত্ত, কন্যা ইরা খান ও ছেলে জুনেইদ। জন আব্রাহাম মা-বাবাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন, পাপারাজ্জিদের ক্যামেরার মুখোমুখি হয়ে পোজও দিয়েছেন।
বর্ষীয়ান কবি-গীতিকার গুলজার ভোট দিতে এসে হাত জোড় করে সৌজন্য প্রকাশ করেন। সোনালী বেন্দ্রেও স্বামী গোল্ডি বেহল ও ছেলে রণবীরকে সঙ্গে নিয়ে ভোট দেন। এদিন শ্রদ্ধা কাপুরও গান্ধী শিক্ষা সদনে ভোট দিয়ে বেরিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দেন।
এভাবে বৃহন্মুম্বইয়ের পুরনিগম নির্বাচন যেন এদিন বলিউড তারকাদের একটি জমকালো প্রদর্শনীরও জন্ম দিল।
পিআর/এসএন