সোশ্যাল মিডিয়ায় স্ত্রী বা মেয়ের সঙ্গে ছবি শেয়ার করলেই কটাক্ষের মুখে পড়েন টলিউড কমেডিয়ান কাঞ্চন মল্লিক। বিশেষ করে তৃতীয় বিয়ের পর থেকে ট্রোলের মাত্রা আরও তীব্র হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের মন্তব্যের মধ্যেও কীভাবে নিজেকে সামলান, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা খোলাখুলি জানালেন কাঞ্চন।
অভিনেতার কথায়, মানুষ তাঁকে ভালোবাসে বলেই কমেন্ট করে। তিনি বলেন, “যারা ভালো কমেন্ট করেন, তাদের মধ্যেও ভালোবাসা আছে। আর যারা খারাপ কমেন্ট করেন, তাদের মধ্যেও ভালোবাসা আছে। যদি ভালোবাসতেন না, তাহলে কমেন্ট করতেন না।” তাঁর মতে, ভালো বা খারাপ সব মন্তব্যেই প্রকাশ পায় ভালোবাসা।
নিজের কাজের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে কাঞ্চন বলেন, “আমি একজন কমেডিয়ান। দিনের শেষে শুধু চাই সবাই হাসুক। যারা আমাকে দেখে হাত নাড়ান, তাঁদের মুখে যেমন হাসি ফুটুক, তেমনই যারা মুখ গোমড়া করে থাকেন, তাঁদেরও যেন একটু হলেও হাসি আসে।” তাঁর মূল লক্ষ্য মানুষের আনন্দ দেওয়া।
সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়েও কটাক্ষের প্রসঙ্গ তোলেন অভিনেতা। তিনি উল্লেখ করেন, থাইল্যান্ডের সমুদ্র সৈকতে হাফপ্যান্টে দাঁড়িয়ে থাকা একটি ছবির জন্যও মানুষ মন্তব্য করেন। কাঞ্চন বলেন, “আমি তো জানি না কেউ ধুতি-পাঞ্জাবি পরে সাগরে স্নান করতে যায় কিনা! কিন্তু মানুষ আমার প্যান্ট, আমার পা সবকিছু নিয়ে কথা বলতে ভালোবাসেন।”
তিনটি বিয়ে নিয়ে সমালোচনার জবাবে তিনি স্পষ্ট করেন, “অনেকেই জীবনে বহু সম্পর্ক, বহু হানিমুন করেছেন, কিন্তু তাদের নিয়ে কেউ কথা বলে না। যেহেতু আমি তিনবার বিয়ে করেছি, তাই আমাকে নিয়ে আলোচনা হয়। কিন্তু আমার জীবনে কী ঘটেছে, সেটা কেউ জানে না। তাই এই সব নিয়ে আর মাথা ঘামাই না।”
কাঞ্চনের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন স্ত্রী শ্রীময়ী চট্টোপাধ্যায়। তিনি বলেন, “শিল্পী হিসেবে দর্শকদের ভালো রাখা আমাদের দায়িত্ব। দিনের শেষে আমরা চেষ্টা করি, মানুষ যেন আমাদের দেখে খুশি থাকে। সেটাই আমাদের কাজ।”
পিআর/এসএন