ফিলিস্তিনের গাজা শাসনের জন্য শান্তি পরিষদ বা বোর্ড অব পিস গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যা বন্ধে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের এটি গুরুত্বপূর্ণ একটি অংশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শান্তি পরিষদ গঠনের বিষয়টি নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি লেখেন, ‘এটি ঘোষণা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের যে ‘বোর্ড অব পিস’ গঠিত হয়েছে। এই পরিষদের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটি যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সবচেয়ে মহান এবং মর্যাদাপূর্ণ পরিষদ।’
যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ১৫ সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি ঘোষণার পর এই বোর্ড গঠনের ঘোষণা দেয়া হয়। টেকনোক্র্যাট কমিটি বোর্ড অব পিসের তত্ত্বাবধানে কাজ করবে। ট্রাম্প নিজেই এই বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
এই পরিকল্পনার আওতায় গাজার নিরাপত্তা নিশ্চিত করতে ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী মোতায়েন করা হবে।
হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, ‘বল এখন মধ্যস্থতাকারী, মার্কিন গ্যারান্টর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কোর্টে। তাদেরকেই কমিটিকে ক্ষমতায়র করতে হবে।
গত বছরের ১০ অক্টোবর মার্কিন-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা প্রথম ধাপ কার্যকর হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসের হাতে আটক সব বন্দিকে ফিরিয়ে দেয়া হয় এবং গাজায় গণহত্যার অবসান ঘটে। তবে এরপরও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল গাজায় শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ফিলিস্তিনিদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাজা থেকে ইসরাইলের সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। এই বিষয়টি পরিকল্পনার কাঠামোর মধ্যে থাকলেও এর জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।
এমআই/এসএন