রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। শুক্রবার তারা শেষের আগের ম্যাচ খেলতে নেমেছিল, যা ছিল তাদের টিকে থাকার লড়াই। কিন্তু ব্যাটিংয়ে সুবিধা করতে পারল না তারা। শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ইনিংসের সাত বল বাকি থাকতে ১২৬ রানে অলআউট দলটি।
মিরপুরে শুরুটা ভালোই হয়েছিল। ৩.১ ওভারে ৩৪ রান তুলে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার (১৪)। তারপর মাত্র তিন ব্যাটার বিশের ঘর পার করতে পেরেছেন। ৯২ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় নোয়াখালী। জাকের আলী ২৩ ও সাব্বির হোসেন ২২ রান করেন।
পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে হাসান ইসাখিলকে (২৫) থামান শরিফুল। তারপর ইনিংসের ১৬তম ওভারে পরপর দুই বলে হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানাকে ফেরান এই পেসার। নিজের শেষ ওভারে সাব্বির হোসেন ও ইহসানউল্লাহকে আউট করে নিজের পাঁচ উইকেট পান তিনি।
৩.৫ ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এই আসরের দ্বিতীয় সেরা বোলিং শরিফুলের। এই নোয়াখালীর বিপক্ষে সিলেটে ৪ ওভারে ৭ রান দিয়ে পাঁচ উইকেট পান সিলেট টাইটান্সের নাসুম আহমেদ। এবারের আসরে প্রথম পাঁচ উইকেট নেন রংপুরের ফাহিম আশরাফ। চট্টগ্রামের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রান খরচ করেন পাকিস্তানি পেসার।
এবি/টিকে