বলিউডে নতুন বছরে আরও বড় পরিসরে নিজেকে মেলে ধরতে প্রস্তুত মৌনী রায়।
২০২৬ সালকে ঘিরে একের পর এক বৈচিত্র্যময় চলচ্চিত্র ও ডিজিটাল ধারাবাহিকের তালিকা নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই অভিনেত্রী। হাস্যরস, বাস্তবধর্মী নাটক থেকে শুরু করে জমকালো বিশেষ নৃত্যপর্যন্ত ভিন্ন ভিন্ন মাধ্যমে নিজের বহুমাত্রিক অভিনয় সক্ষমতা প্রমাণ করতে চান তিনি।
ডেভিড ধাওয়ানের কমেডি ঘরানার ছবি হাই জাওয়ানি তো ইশক হোনা হ্যায়-এ বরুণ ধাওয়ান, ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মৌনীকে, যার কিছু অংশ ইতিমধ্যেই ইংল্যান্ডে শুটিং করেছেন তিনি।
অন্যদিকে মধুর ভান্ডারকরের বাস্তবধর্মী প্রযোজনা স্ত্রীদের গল্প-এ তাকে দেখা যাবে গভীর আবেগঘন ও স্তরপূর্ণ চরিত্রে, যা আগামী বছরের শুরুর দিকেই মুক্তির কথা রয়েছে। তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর বহুল প্রতীক্ষিত বিশ্বম্ভরা ছবিতে অতিথি উপস্থিতিতে ঝলমলে বিশেষ নৃত্যে পর্দা মাতাবেন মৌনী। পাশাপাশি শাহির শেখ ও নিমৃত কৌর আহলুওয়ালিয়ার সঙ্গে নাম না হওয়া একটি নতুন ডিজিটাল ধারাবাহিকে যুক্ত হয়ে পর্দার বাইরেও নিজের পরিসর বাড়াচ্ছেন তিনি।
মূলধারার বিনোদন থেকে গম্ভীর নাটকীয়তায়, সব ধরনের মাধ্যমে নিজেকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যেই এগিয়ে চলেছেন মৌনী রায়।
এসকে/টিকে