রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে আধুনিক অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতারা বলেন, শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলে ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর নারী ও শিশুসহ মোট ছয়জন মৃত্যুবরণ করেন। এ ছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হন। তারা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমরা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।
শোকবার্তায় অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে নেতারা বলেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রাজধানীর আবাসিক ভবনসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম এবং নিয়মিত তদারকি জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।
আরআই/টিকে