ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার কানে এসেছে সরাইলের কিছু সেন্টারে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার আলীনগর গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেন, কোথাও যদি আগাম সিল মারা বা জাল ভোট দেয়ার চেষ্টা করা হয়, তাহলে সাধারণ মানুষকেই পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।
রুমিন ফারহানা বলেন, যদি কোথাও সিল দেয়ার চেষ্টা করে, জাল ভোট দেয়ার চেষ্টা করে, তাহলে আপনারা পাহারাদার হিসেবে থাকবেন।
এ সময় তিনি একবার সুযোগ দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আবেদন জানান। নির্বাচিত হলে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নে গ্যাস সংযোগসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
টিকে/