দীর্ঘ ২৭ বছর পর পর্দায় আসছে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘বর্ডার’ এর সিক্যুয়েল; আর সদ্যই মুক্তি পেয়েছে তার ট্রেলার। যুদ্ধভিত্তিক এই সিনেমাটিতে বেশ অ্যাকশন দেখা গেলেও একটি সংলাপ নিয়ে তৈরি হয়েছে বেশ হইচই।
গত বৃহস্পতিবার মুক্তি পায় ‘বর্ডার টু’র ট্রেলার। তিন মিনিট ৩৫ সেকেন্ডের এই ট্রেলারে দেখা গেছে কমান্ডিং, যুদ্ধাস্ত্র, যুদ্ধের ময়দান এমনকি প্রেম-ভালোবাসারও গল্প। যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাদের গর্জে ওঠার দৃশ্য, রগরগে সংলাপ ফুটে উঠেছে।
সিনেমাটিতে মেজর চাঁদপুরী নামের এক সেনার চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। ট্রেলারে মেজর চাঁদপুরী হুঙ্কার ছুড়ে বলেন, ‘আমাদের গর্জন যেন লাহোর অবধি শোনা যায়…।’
এখানেই শেষ নয়। একটি দৃশ্যে পাকিস্তানকে উদ্দেশ করে সানিকে বলতে শোনা যায়, ‘তোমরা আমাদের কী হারাবে? আরে, তোমাদের পাকিস্তানে তত মানুষ নেই, যতগুলো ছাগল আমাদের এখানে ঈদে কোরবানি হয়…।’
তবে ‘বর্ডার টু’ এর ট্রেলারে সানি দেওলের এই সংলাপ নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়েছে। বিশেষ করে পাকিস্তানি দর্শকদের এ নিয়ে আপত্তি তুলতে দেখা গেলেও একাংশের মন্তব্য- ভারত যুদ্ধ-হুংকারে পারদর্শী শুধু বলিউডের সিনে পর্দাতেই। তবে ভারতীয়রা সানি দেওলের এই সংলাপকে নিজ দেশের জয়গান হিসেবেই দেখছে।
‘বর্ডার টু’ সিনেমা পরিচালনা করেছেন অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি জওয়ানের ভূমিকায় দেখা গেছে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, আহান শেঠি-সহ একঝাঁক বলিউড তারকাকে। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।
এবি/টিএ