টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছেন শরিফুল ইসলাম। নোয়াখালী এক্সপ্রেসের ওপেনার হাসান ইসাখিলকে দিয়ে শুরু করে একে একে পাঁচটি উইকেট শিকার করেন চট্টগ্রাম রয়্যালসের পেসার। টি-টোয়েন্টিতে ফাইফার নেওয়ার অনুভূতি সংবাদ সম্মেলনে জানালেন তিনি।
শুরুতে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগছে। ফাস্ট বোলার বলেন, স্পিনার বলেন, প্রতিটা বোলারের স্বপ্ন থাকে পাঁচ উইকেট নেওয়া, বিশেষ করে টি-টোয়েন্টিতে। তাই আলহামদুলিল্লাহ।’
শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দলের জয়ের আনন্দটাই বড় বলে জানান শরিফুল, ‘অবশ্যই, অনেক উপভোগ করেছি। বিশেষ করে আমার ভালো লাগছে যে আমরা ম্যাচ জিতেছি। আরেকটা বিষয় আমি বলেছিলাম যে, আমি যতদিনই ক্রিকেট খেলব, আমি যখন ম্যাচসেরা হবো সেই টাকাটা আমার এলাকার যারা আর কি একটু অভাব-অনটনে থাকে তাদের দিয়ে দিবো… ইনশাআল্লাহ।’
উইকেট নেওয়ার পর নেচে উদযাপন প্রসঙ্গে শরিফুল বলেন, ‘না কোনো পরিকল্পনা ছিল না… নাঈম আমাকে এসে বলছে যে ডান্স দে ডান্স দে। তারপর হুট করে ঝোঁকে হয়ে গেছে আর কী।’
এমন পারফরম্যান্সের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় শরিফুল রাখছেন অ্যানালিস্টকে। তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই। প্রতি ম্যাচের পর উনি (অ্যানালিস্ট) আমাকে সবকিছু পাঠান এবং যেখানে ভুল করি সেগুলো আর কী! আমি পরের ম্যাচে যাতে সেগুলো না করি, সেসব নিয়ে ম্যাচের আগে দেখি বা কাজ করে আসি।’
এসকে/টিকে