ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪০) নামের একজনকে হত্যা করা হয়েছে। তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর এরশাদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ধোবাউড়ার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে।
ধোবাউড়া থানা পুলিশ, স্থানীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধোবাউড়া এরশাদ বাজার এলাকায় আজ বিকেলে নির্বাচনী প্রচার-প্রচারণা কার্যালয় উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল সমর্থক নেতাকর্মীরা। অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীরা চলে গেলে সন্ধ্যায় বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা নজরুল ইসলামসহ কয়েকজনকে নির্বাচনী অফিস বন্ধ করতে চাপ দেয়। এ সময় নজরুল ইসলাম অফিস বন্ধ করতে না চাইলে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে নজরুলকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে রাতে জড়িতদের বিচার দাবিতে নিহত নজরুলের লাশ নিয়ে বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করতে থাকেন রুবেল সমর্থিত নেতাকর্মীরা।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মো. উজ্জল হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় তারা সকলকে শান্ত থাকার আহ্বান জানান।
কেএন/টিকে