কিশোর-কিশোরীরা ইউটিউবে কতক্ষণ সময় কাটাবে বা আদৌ 'শর্টস' ভিডিও দেখতে পারবে কি না, তা এখন থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। বুধবার জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মটি অভিভাবকদের জন্য নতুন এই নিয়ন্ত্রণ ব্যবস্থা বা 'প্যারেন্টাল কন্ট্রোল' ফিচার চালু করার ঘোষণা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে পরিবার, সমাজকর্মী ও আইনপ্রণেতাদের পক্ষ থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে অল্প বয়সী ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। অভিভাবকদের অভিযোগ, ছোট ছোট ভিডিওর অবিরাম স্ক্রলিংয়ের সুযোগ কিশোর-কিশোরীদের মধ্যে আসক্তি তৈরি করছে।
নতুন এই ফিচারের মাধ্যমে অভিভাবকেরা সন্তানের অ্যাকাউন্টে শর্টস দেখার সময়সীমা বেঁধে দিতে পারবেন। এই সময়সীমা দুই ঘণ্টা থেকে শুরু করে শূন্য মিনিট পর্যন্ত নির্ধারণ করা যাবে।
ইউটিউব কর্তৃপক্ষ উদাহরণ হিসেবে বলেছে, 'পড়াশোনার সময় অভিভাবকেরা চাইলে শর্টস দেখার সময়সীমা শূন্য মিনিট করে দিতে পারেন। আবার দীর্ঘ ভ্রমণের সময় বিনোদনের জন্য তা বাড়িয়ে ৬০ মিনিটও করতে পারেন।'
এ ছাড়া অভিভাবকেরা চাইলে সন্তানদের জন্য নির্দিষ্ট ঘুমের সময় এবং 'বিরতি নেওয়ার' রিমাইন্ডার সেট করে দিতে পারবেন। ১৮ বছরের কম বয়সীদের জন্য ইউটিউবে স্বয়ংক্রিয়ভাবে এমন কিছু রিমাইন্ডার আগে থেকেই চালু থাকে।
অভিভাবকদের সুবিধার্থে সন্তানদের জন্য 'সুপারভাইজড' বা তদারকি অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া আরও সহজ করছে ইউটিউব। একই ডিভাইসে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্টের মধ্যে পরিবর্তন করার বিষয়টিও সহজ করা হয়েছে।
কিশোর বয়সীদের জন্য ইউটিউব তাদের কনটেন্ট বা ভিডিও সুপারিশ করার নীতিমালায়ও পরিবর্তন এনেছে। এখন থেকে 'কৌতূহল ও অনুপ্রেরণা', 'জীবনমুখী দক্ষতা' এবং 'সুস্থ জীবনযাপন সহায়ক' বিশ্বাসযোগ্য তথ্যের ভিডিওগুলো তাদের সামনে বেশি তুলে ধরা হবে।
কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা বিভ্রান্তিকর কনটেন্ট, যেমন নির্দিষ্ট শারীরিক গঠনকে আদর্শ হিসেবে উপস্থাপন করা ভিডিওগুলো বারবার দেখা থেকে তাদের আগেই বিরত রাখা হয়েছে।
গত বছর ইউটিউব জানিয়েছিল, ব্যবহারকারীদের বয়স অনুমানে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করবে। সাইন-আপের সময় যে জন্ম তারিখই দেওয়া হোক না কেন, এআই যদি কাউকে কিশোর বয়সী হিসেবে শনাক্ত করে, তবে তাকে স্বয়ংক্রিয়ভাবে ১৮ বছরের কম বয়সীদের জন্য নির্ধারিত সুরক্ষা বলয়ে নিয়ে আসা হবে। উল্লেখ্য, ইনস্টাগ্রাম, চ্যাটজিপিটি এবং ক্যারেক্টার.এআই-এর মতো প্ল্যাটফর্মগুলোও সম্প্রতি অল্প বয়সীদের সুরক্ষায় কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে।
ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগল সম্প্রতি একটি ভাইরাল হওয়া লিংকডইন পোস্টের জেরে আলোচনায় এসেছে। শিশু নিরাপত্তা নিয়ে কাজ করা মেলিসা ম্যাককে ওই পোস্টে কিছু স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায়, গুগল তার প্রায় ১৩ বছর বয়সী ছেলেকে নোটিফিকেশন পাঠাচ্ছে যে, শিগগিরই সে নিজের অ্যাকাউন্ট থেকে অভিভাবকের তদারকি বা 'প্যারেন্টাল সুপারভিশন' সরিয়ে ফেলার সুযোগ পাবে।
বেসরকারি সংস্থা 'ডিজিটাল চাইল্ডহুড ইনস্টিটিউট'-এর প্রেসিডেন্ট মেলিসা ম্যাককে পোস্টে লেখেন, 'গুগল এমন একটি সীমানায় কর্তৃত্ব ফলাতে চাইছে, যা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।'
মেলিসার এই অভিযোগের পর গুগল তাদের নীতিমালায় পরিবর্তন এনেছে। গুগলের গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক কেট চারলেট লিংকডইনে মেলিসার পোস্টের জবাবে জানান, এখন থেকে ১৩ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা চাইলেই অভিভাবকের অনুমতি ছাড়া অ্যাকাউন্ট থেকে তদারকি ব্যবস্থা সরাতে পারবে না।
আগে নিয়ম ছিল, তদারকি সরানোর সুযোগ আসার আগে গুগল শিশু ও অভিভাবক- উভয়কেই ই-মেইল করে জানাত।
চারলেট তার পোস্টে লেখেন, 'এই পরিবর্তনের ফলে অভিভাবক ও সন্তান উভয়ে প্রস্তুত মনে না করা পর্যন্ত সুরক্ষা ব্যবস্থা বহাল থাকবে।'
এসকে/টিকে