সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের সরিষাবাড়ীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পৌর এলাকার ভুরারবাড়ী বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম।
এসময় প্রধান অতিথি শামীম তালুকদার বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান ও রাজনৈতিক জীবনের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরো বলেন, বেগম জিয়া আমৃত্যু দেশে ও দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে যে শোক আমরা পেয়েছি, এই শোককে শক্তিতে পরিণত করব আমরা। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মহর উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সহসভাপতি রজ্জু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব হোসেন লিটন তালুকদার, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।