বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রাজশাহী ওয়ারিয়র্স। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে সিলেট।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী। শুরুতেই দুই ওপেনারকে হারালেও শান্ত-মুশফিকদের দুর্দান্ত ব্যাটিয়ে ভালো সংগ্রহের দিকেই এগোতে থাকে রাজশাহী। কিন্তু শান্ত-মুশফিকদের বিদায়ের পর মন্থর হয় রানের গতি। ফলে ভালো সংগ্রহ পায়নি তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিক। অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ৩০ রান। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন ১৬, জিমি নিশাম ১২ ও সাহিবজাদা ফারহান ১৪ রান করেন। বাকিরা দশের ঘর স্পর্শ করতে পারেননি।
রান তাড়া করতে নেমে ভালো জয়ের দিকেই ছিল সিলেট টাইটানস। কিন্তু লোয়ার মিডল অর্ডারদের ব্যর্থতায় সহজ ম্যাচটাও জিততে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংসটি খেলেন পারভেজ হোসেন ইমন। ৩১ রান করেন মুমিনুল হক। আর ইথান ব্রুকসের ব্যাট থেকে আসে ২৭ রান।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রিপন মণ্ডল। বিনুরা ফার্নান্দো পেয়েছেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।
আইকে/টিকে