গণভোটের পক্ষে প্রচারণা চালানো সরকারের দায়িত্ব নয় : আব্দুন নূর তুষার

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, গণভোটের পক্ষে প্রচারণা চালানো সরকারের দায়িত্ব নয়। গণভোট প্রত্যেক ব্যক্তির একক সিদ্ধান্ত—আমি এই গণভোটে কোথায় ভোট দেব, সেটি আমিই ঠিক করব। সরকার কেবল মানুষকে উৎসাহ দিতে পারে যেন ভোটের দিন সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। আলাদা করে গণভোটের জন্য প্রচারণা চালানোর প্রয়োজনও নেই।

কারণ যারা সংসদ নির্বাচনে ভোট দিতে যাবেন, তারাই তো একই কেন্দ্রে গণভোটেও ভোট দেবেন। সুতরাং ‘গণভোটের দিন আসুন ভোট দিন’—এ কথা বলে আলাদা প্রচারণা চালানোরও যৌক্তিকতা নেই।

সম্প্রতি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘প্রশ্নগুলো সহজ’ অনুষ্ঠানে অংশ নিয়ে আব্দুন নূর তুষার এসব কথা বলেন।

আব্দুন নূর তুষার বলেন, গণভোট নিয়ে আলগা প্রচার-প্রচারণা নয়; বরং গুরুত্ব দেওয়া উচিত একটি বিষয়েই সবাই যেন ভোট দিতে আসেন। কেউ যেন ভোট না দিয়ে ঘরে বসে না থাকেন। প্রচারণার ভাষা হওয়া উচিত “সবাই ভোট দিতে আসুন।” কিন্তু ‘হ্যাঁ ভোট’ বা ‘না ভোট’ এই দুই পক্ষ নিয়ে প্রচারণা চালানো অনুচিত। কারণ, সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেমন কেউ বলে দেয় না আপনি কোন প্রতীকে ভোট দেবেন, তেমনি গণভোটেও বলা উচিত নয় ‘হ্যাঁ’ দেবেন, না ‘না’ দেবেন।

গণভোটে যদি ‘হ্যাঁ’ পক্ষ আর ‘না’ পক্ষ থাকে, তাহলে ‘হ্যাঁ’ পক্ষের পক্ষে গিয়ে সরকারি পর্যায় থেকে প্রচারণা চালানো মানে একপক্ষকে রাষ্ট্রীয়ভাবে সমর্থন দেওয়া।

উদাহরণ টেনে তিনি বলেন, ধরুন, আমরা তিনজন আছি। আমাদের মধ্যে একজন যদি ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সরকারের টাকায় ‘হ্যাঁ’ পক্ষের পক্ষে প্রচারণা চালালে কি সেই ব্যক্তি ন্যায্য সুবিধা পেল? সরকার তো করের টাকায় চলে—এই টাকায় তো ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। মানুষের ‘না’ বলার অধিকার আছে। আপনি কে বলার যে তিনি ‘না’ দেবেন না, ‘হ্যাঁ’ দেবেন? ফলে সরকার গণভোটের মূল স্পিরিট নষ্ট করছে।

শুধু তাই নয়, কিছু লোক এমনভাবে প্রচারণা চালাচ্ছে যে ‘হ্যাঁ’ দিলে আপনি আজাদির পক্ষে, ‘না’ দিলে গোলামির পক্ষে! এটি গণভোটের স্বচ্ছ পরিবেশকে আরো প্রশ্নবিদ্ধ করে।
আব্দুন নূর তুষার বলেন, এই ধরনের বিভাজনমূলক প্রচারণার কারণে ১২ তারিখে নির্বাচন হবে কি না এ নিয়েও বার বার আশ্বাস দিতে হচ্ছে। মনে হচ্ছে, সবাই মিলে যেন এক ধরনের ‘অ্যারেঞ্জ ম্যারেজ” ঠিক করে রেখেছে কিন্তু বর বা কনে কেউ একজন রাজি নয়, তাই বারবার ঘোষণা দিতে হচ্ছে ‘১২ তারিখেই হবে’, এবং মানুষকে ‘ভাইজান আইসেন, কাচ্চি খাওয়াবো’ এইরকম করে আনতে হচ্ছে।

তিনি বলেন, মূল অনাস্থা নির্বাচনের তারিখ নিয়ে নয়, মূল অনাস্থা নির্বাচন যারা আয়োজন করছেন তাদের ওপর। কারণ তাদের বক্তব্য, কাজ এবং কার্যক্রম সবকিছুর মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বক্তৃতায় বলা হচ্ছে “ইট ইজ ওয়েল প্ল্যানড”—কিন্তু এই প্ল্যান কার সঙ্গে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে? তারা কি প্রধান উপদেষ্টার সঙ্গে বসে প্ল্যান করেছে? যদি না করে থাকে, তাহলে কীভাবে বলা যায় ‘এটা ওয়েল প্ল্যানড’? প্ল্যান হলে তো সরকারের লোকজন এবং উপদেষ্টাদের সঙ্গেই হওয়ার কথা। এছাড়া প্রধান উপদেষ্টা আবার বলেছেন—তাদের মধ্য থেকে অনেকেই নির্বাচিত হবে, কেউ কেউ মন্ত্রীও হবে। একজন সাধারণ সমর্থক হিসেবে আমি বলতে পারি “অমুক জিতলে মন্ত্রী হতে পারে”—কিন্তু সরকারপ্রধানের অবস্থান থেকে এমন কথা বলা মানে একটি রাজনৈতিক পক্ষকে এগিয়ে দেওয়া। এটি দুঃখজনক।


ইউটি/টিএ



Share this news on:

সর্বশেষ

img
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড Jan 17, 2026
img
মোসাদের পরিকল্পনা ভেস্তে দিলো ইরান Jan 17, 2026
img
ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরে চালু হলো ই-টিকিটিং সেবা Jan 17, 2026
img
ট্রাম্পের ‘স্বপ্নপূরণ’, অবশেষে হাতে পেলেন নোবেল! Jan 17, 2026
img
সৌদি বাদশাহ সালমানের স্বাস্থ্য ‘স্বস্তিদায়ক’ Jan 17, 2026
img
মাঝরাতে আমির হামজার দুঃখপ্রকাশ Jan 17, 2026
img
এবারের বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত Jan 17, 2026
img
তারকাখ্যাতির নতুন অধ্যায় লিখছেন শ্রীলীলা Jan 17, 2026
img
হবিগঞ্জ-বরিশালে তারেক রহমানের জনসভা ২২ ও ২৬ জানুয়ারি Jan 17, 2026
img
সময় এলে ভেনেজুয়েলার প্রথম নারী প্রেসিডেন্ট হবো: মাচাদো Jan 17, 2026
img
ইরানে কেন মুখ থুবড়ে পড়লো ইলন মাস্কের স্টারলিংক? Jan 17, 2026
img
কক্সবাজারে দুই পক্ষের গোলাগুলি, প্রাণ গেল তরুণীর Jan 17, 2026
img
রোমান্টিক পর্দায় ফিরে এলেন সাই পল্লবী Jan 17, 2026
img
জনকল্যাণমূলক ও বৈষম্যহীন দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : ফয়েজ আহমদ Jan 17, 2026
img
অবশেষে ফিরছেন শিবম পণ্ডিত, ঘোষণা দিলেন ইমরান হাশমি Jan 17, 2026
img
মির্জা ফখরুলকে দেখে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান Jan 17, 2026
img
নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত, প্রতিবেদন জমা ২১ জানুয়ারি Jan 17, 2026
img
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মামলা দায়ের Jan 17, 2026
img
রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট: ফারুক ই আজম Jan 17, 2026
img
মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর Jan 17, 2026