নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ইমার্জেন্সি বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে তার কোনো ব্যথা নেই এবং সামগ্রিকভাবে ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। আগামীকাল আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব শুক্রবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে জানান, শুক্রবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার রিপোর্ট পেলে বুকে ব্যথার প্রকৃত কারণ জানা যাবে।
ইউটি/টিএ