আসন্ন রোমান্টিক আবেগঘন ছবি এক দিন ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাই পল্লবী। ঝলমলে সাজসজ্জার বদলে স্বাভাবিক সৌন্দর্যেই তিনি আবারও মন জয় করছেন দর্শকদের, আর প্রকাশিত দৃশ্যগুলো দেখেই সমাজমাধ্যমে শুরু হয়েছে প্রশংসার ঢল। নরম আবহ, সংবেদনশীল গল্পের ইঙ্গিত আর সাই পল্লবীর সহজ অভিনয়ভঙ্গি মিলিয়ে ছবিটির প্রথম ঝলকই যেন আলাদা এক মুড তৈরি করেছে। ভক্তরা বলছেন, ভারী সাজ নয়, বরং সরলতা আর অভিব্যক্তিময় চোখেই তিনি পর্দা আলোকিত করছেন।
বরাবরই মাটির কাছাকাছি থাকা চরিত্রে স্বাচ্ছন্দ্য বোধ করা এই অভিনেত্রী আবারও ফিরেছেন কোমল রোমান্টিক ভুবনে, যা দর্শকদের কাছে সতেজ মনে হচ্ছে। নির্মাতাদের মতে, গল্পের আবেগ ধরতে তার নীরব অভিনয় ও স্বাভাবিক উপস্থিতিই সবচেয়ে বড় শক্তি। নতুন মুখ জুনাইদ খানের সঙ্গে তার জুটিও ইতিমধ্যে আগ্রহ তৈরি করেছে, কারণ দুজনের রসায়ন ছবির আবেগকে আরও গভীর করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তির আগে থেকেই এক দিন যে আলোচনার তুঙ্গে, তা স্পষ্ট হয়ে উঠেছে প্রথম ঝলকেই।
আইকে/টিকে