দীর্ঘদিনের জল্পনা ও দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো আওয়ারাপান টু। ছবির প্রধান অভিনেতা ইমরান হাশমি নিজেই জানিয়েছেন, জনপ্রিয় চরিত্র শিবম পণ্ডিতকে আবার পর্দায় ফেরাতে তিনি তাড়াহুড়ো করতে চাননি। দুই হাজার সাত সালের ছবিটির আবেগ ও গভীরতা যেন ক্ষুণ্ন না হয়, সে কারণেই সিক্যুয়েলের জন্য এতদিন অপেক্ষা করেছেন তিনি।
ইমরান হাশমির কথায়, এই সিদ্ধান্তের মূল কারণ একটি শক্তিশালী গল্প। চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকির লেখা গল্প শোনার পরই নির্মাতারা নিশ্চিত হন, এবার সময় এসেছে শিবমের যাত্রা এগিয়ে নেওয়ার।
ইমরানের ভাষায়, প্রথম ছবির মর্যাদা রক্ষা করা ছিল সবচেয়ে বড় শর্ত। বিলালের গল্প সেই প্রত্যাশা পূরণ করায় সিক্যুয়েলের পথে এগোনো সম্ভব হয়েছে।
নির্মাতাদের দাবি, আওয়ারাপান টু শুধুই পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা নয়। বরং এটি হবে আবেগঘন, তীব্র ও চরিত্রনির্ভর এক ধারাবাহিক গল্প, যেখানে শিবম পণ্ডিতের জীবনের নতুন অধ্যায় উন্মোচিত হবে। ইমরান হাশমি আবার ফিরছেন, আর এবার এই প্রত্যাবর্তন তাঁর কাছে সম্পূর্ণ ব্যক্তিগত।
ইউটি/টিএ