‘লায়লা-মজনু’-তে যে গল্প শুরু হয়েছিল চিরন্তন প্রেম দিয়ে, সেই রসায়নই এবার মোড় নিচ্ছে রক্তাক্ত শত্রুতায়। আসন্ন ডার্ক থ্রিলার ‘ও রোমিও’-তে তৃপ্তি দিমরি ও অবিনাশ তিওয়ারি ফের একসঙ্গে ফিরছেন পর্দায়—তবে এবার প্রেমিক-প্রেমিকা নয়, একে অপরের মুখোমুখি প্রতিপক্ষ হিসেবে।
একসময়ের আবেগময় জুটি এবার দাঁড়াচ্ছে যুদ্ধের দুই প্রান্তে, যা ছবির কাহিনিতে যোগ করেছে তীব্র নাটকীয়তা ও রহস্যের মাত্রা। কাব্যিক রোমান্স থেকে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে এই রূপান্তর তাদের অভিনয় পরিসরের নতুন দিক তুলে ধরছে। দর্শকরা তাই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এই বহুল আলোচিত দ্বন্দ্ব দেখার জন্য।
এবি/টিকে