করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে হোম কোয়ারেন্টাইন না মানায় চট্টগ্রামে ৬ প্রবাসীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার জেলার আনোয়ারা, হাটহাজারী, রাউজান, পটিয়া, লোহাগাড়া ও নগরে পৃথক অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অর্থদণ্ডপ্রাপ্তদের মধ্যে আনোয়ারার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী, হাটহাজারীর বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী, রাউজানের বাসিন্দা মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী, পটিয়ার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের রা’সুল খাইমা প্রবাসী, লোহাগাড়ার বাসিন্দা মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী এবং নগরের চশমা হিলের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী রয়েছেন। তারা গত ৮ থেকে ১৩ মার্চের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে দেশে ফেরেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এজেডএম শরীফ হোসেন জানান, বিদেশ থেকে কেউ দেশে আসলে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। ওই ৬ প্রবাসী তা না মেনে বাইরে ঘোরাঘুরি করছিলেন।
তিনি বলেন, দণ্ডবিধি ২৬৯ অনুযায়ী তাদের ৫ জনকে ১০ হাজার টাকা করে এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাড়িতে থাকতে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
টাইমস/এইচইউ